X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সার্চ কমিটির পাশে সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ০১:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০১:২০

সিপিবি
সার্চ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির প্রত্যাশা, যাদেরকে নিয়ে ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে, তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবেন।

বৃহস্পতিবার চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত কেন্দ্রীয় দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশা জানিয়েছেন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেছেন বিচারপতি মাহমুদ হোসেনকে প্রধান করে। 


সিপিবির বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের নাম সুপারিশ করার জন্য সরকার ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় আমরা সিপিবি’র পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলাম যে, সমগ্র প্রক্রিয়াটিকে যেকোনও ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য বিষয়টি আইনি কাঠামোর ভেতরে আনা হোক।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যদের নামের প্রাথমিক তালিকা প্রস্তুত করার জন্য প্রথমে একটি ‘সার্চ কমিটি’ গঠন করার বিধান করা হোক। সেই বিধানও আইনি কাঠামোর অধীনে নিয়ে আসা হোক। অর্থাৎ ‘সার্চ কমিটি’ কোন ‘ব্যক্তি’দের নিয়ে গঠিত হবে-এ চিন্তা না করে, কোন কোন ‘প্রতিষ্ঠানের প্রতিনিধি’ নিয়ে গঠিত হবে তা উল্লেখ করে একটি আইন প্রণয়ন করা হোক। এতে করে সার্চ কমিটি গঠন নিয়ে বিতর্কের অবকাশ কম থাকবে বলে মনে করে সিপিবি।

সিপিবির ভাষ্য, এ ধরনের একটি আইন প্রণয়নের দায়িত্ব সরকারের। সরকার এরূপ আইন প্রণয়নের পথে যায়নি। ফলে ‘সার্চ কমিটি’ নিয়ে বিতর্কের সুযোগ সৃষ্টি করে রাখা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং জাতির জন্য তা খুবই দুঃখজনক ও বিপজ্জনক।

/এসটিএস/টিএন/

আরও পড়ুন: কাজ শুরু করেছে সার্চ কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়