X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় দলের কেউ জড়িত থাকলে তার বিচার হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮

সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যার বিচার করা হবে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এই ঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে হাছান মাহমুদসহ অন্যরা ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। দলীয় কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।’ তবে এ ঘটনা কোনও অনুপ্রবেশকারীর মাধ্যমে হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা প্রয়োজন বলেও জানান তিনি।

মানববন্ধনে ‘ভারতের রাষ্ট্রদূতের পুলিশ একাডেমিতে যাওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি’ গতকাল বিএনপির করা এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ করে হাছান মাহমুদ বলেন, ‘পুলিশ একাডেমিসহ বিভিন্ন জায়গায় মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যান, তখন তারা প্রশ্ন তোলেন না। এখন এটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে। আসলে বিএনপি রাজনীতি এখন সংবাদ সম্মেলনের মধ্য সীমাবদ্ধ।’

দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে নিজ দলের নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিএনপি সব সময় ষড়যন্ত্রের রাজনীতি করে তাই তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেন কোনও ষড়যন্ত্রকারী আওয়ামী লীগে অনুপ্রবেশ করে ষড়যন্ত্র না করতে পারে।’

আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!