X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সরকারি দলের অস্ত্র এখন বেপরোয়া: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৬

স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের মানববন্ধনে অন্যান্যের সঙ্গে নজরুল ইসলাম খান সরকারি দল আওয়ামী লীগের অস্ত্র এখন বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে প্রকাশ্যে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানান তিনি। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সরকারি দলের নেতাকর্মীরা নিরীহ মানুষ হত্যা করছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি দলের মানুষ বেপরোয়া হয়ে পড়েছে, তাদের অস্ত্রও বেপরোয়া হয়ে উঠেছে। তারা সাংবাদিকদের ওপর গুলি চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তারা বিয়েবাড়িতে গুলি চালিয়ে উৎসব করে, আবার ছাত্র, জনগণের ওপর নির্যাতন চালায়। এসবের প্রতিবাদ হওয়া উচিত।’
খালেদা জিয়াকে বারবার হাজিরার নামে আদালতে ডেকে হয়রানি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এসব মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এখানে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাওয়ার দিন তার বাসায় গিয়েও ভেতরে না ঢুকে প্রধানমন্ত্রী নাটক সাজালেন যে, তার সঙ্গে নাকি খালেদা জিয়া দেখা করেননি। আবার ওইদিনই সন্ধ্যায় টিভির স্ক্রলে দেখলাম তার নামে অনেক মামলা হয়েছে। আওয়ামী লীগ কতোটা অমানবিক হলে সন্তানের মৃত্যুর দিন তার মায়ের নামে মিথ্যা মামলা দিতে পারে!’
আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হুমকি দিয়ে বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানসসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা আর হয়রানি বন্ধ না হলে বর্তমান ক্ষমতাসীনরা একই সমস্যায় পড়বে।’
নিজের বক্তব্যে নজরুল ইসলাম খান জানান, খালেদা জিয়া আদালতের বিচারের প্রতি অনাস্থা জানিয়েছেন। বিচারপ্রতির এটা ভেবে দেখা উচিত যে, একজন সাবেক জনপ্রিয় দেশনেত্রী কেন বিচারের প্রতি অনাস্থা জানালেন। তার উচিত নিজে থেকেই বিচারপতির স্থান ছেড়ে দেওয়া। তার এটাও বোঝা উচিত নিশ্চয়ই বিচারে ত্রুটি রয়েছে।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ‘সারাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একজন সাহসী ও যোগ্য ইসি গঠন করবেন বলে আমাদের আশা।’
বক্তব্য শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন নজরুল ইসলাম খান। এ সময় আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বীরউত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

‘সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠন করলে ইতিহাস সৃষ্টি হবে’

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ ৭ ফেব্রুয়ারি

/আরএআর/জেএইচ/টিএন/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা