X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: নিলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৬

 

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এনপিপির মানববন্ধন পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে জড়িত দেশি-বিদেশি মহলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন  ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান  শেখ শওকত হোসেন নিলু। তিনি বলেন, ‘কানাডার আদালতসহ সব জায়গায় প্রমাণিত হয়েছে, ওই প্রকল্পে কোনও দুর্নীতি করার সুযোগই ছিল না। কারণ, তখন পদ্মা সেতুর কাজই শুরু হয়নি। কোনও অর্থও ছাড় দেওয়া হয়নি। তাই আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই কুচক্রী মহলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ বুধবার (১৫ ফেব্রয়ারি) দুপুরে জতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম এবং ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি চক্রান্তকারীদের শাস্তির দাবিতে এনডিএফ এ মানববন্ধনের আয়োজন করে। 

শেখ শওকত হোসেন নিলু বলেন, ‘একটি দেশি-বিদেশি কুচক্রী মহল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন হোক, তা চায়নি। সেজন্য বিশ্ব ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট জিম ইয়াং কিম মেয়াদ শেষ হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে ব্যাংকের কার্যকরী পরিষদের কোনও অনুমোদন ছাড়াই দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেন। ’ তিনি দাবি করে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন মুখ্য ছিল না, মুখ্য ছিল বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন ও বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠা করা। এ ষড়যন্ত্রে জিম ইয়াং কিমকে সহযোগিতার কাজটি করেছেন বাংলাদেশের নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশে বিশ্বব্যাংকের তৎকালীন প্রতিনিধি এবং দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, এনপিপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাস-তৃণমূল ন্যাপের চেয়ারপারসন পারভীন নাসের খান ভাসানী ও কো-চেয়ারম্যান হামিদুর রেজা খান পরশ ভাসানী, যুগ্ম মহাসচিব জাফর সেলিম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস প্রমুখ।

 /আরএআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইইসিসির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু
আইইসিসির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু
ঝিকরগাছার এক কেন্দ্রে ৪৫ মিনিটে পড়লো ৩২ ভোট
ঝিকরগাছার এক কেন্দ্রে ৪৫ মিনিটে পড়লো ৩২ ভোট
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা