X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪০

ড. খন্দকার মোশাররফ হোসেন, ছবি সংগৃহীত হারিয়ে যাওয়া গণতন্ত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখনও  সময় আছে সাবধান হোন। অন্যথায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবেই।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘এই দেশে যদি সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট মোকাবিলা করতে হয় এবং জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে হয়; তাহলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বিকল্প নেই। সময় থাকতে যদি হুঁশ না আসে, তাহলে দেশে গণঅভ্যুত্থান হবে।’ তার দায়ভার এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হবে’, আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার নানা কৌশল ও ষড়যন্ত্র করছে। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন মামলা। এসব মামলার কোনও সত্যতা নেই।’
আওয়ামী লীগের একজন ‘ঘোর সমর্থক’কে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘এই কমিশনের অধীনে এদেশে কোনও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। বিএনপি মনে করে, আওয়ামী লীগ আবারও বিনাভোটে নির্বাচন করে ক্ষমতায় যেতেই রকিব মার্কা আরেকটি নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেছে।’

‘পিলখানা ট্র্যাজেডি: কেন এই সেনা হত্যা, কার স্বার্থে’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফল রহমানসহ উচ্চ পর্যায়ের নেতারা সভায় বক্তব্য রাখেন।

/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘ফের এমপি হওয়ার লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’