X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বার্নিকাটের রাজনৈতিক উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৭

বার্নিকাট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বৈঠক রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এই উদ্যোগকে আমলেই নিচ্ছে না। বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের এ কূটনীতিকের বৈঠক রাজনৈতিক অঙ্গনে কোনও প্রভাব তৈরি করবে না বলে মনে করছে সরকারি দল। বার্নিকাটের এ বৈঠককে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেখছেন নেহায়েত একটি ‘রুটিন ওয়ার্ক’ হিসেবে।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পরে মার্শা ব্লুম বার্নিকাটের বক্তব্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করার যে ঘোষণা দিয়েছেন, সেটাকেও দেখছেন সহজভাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক কূটনীতিকরা করতেই পারেন। তাতে কারও স্বস্তি বা কারও ভেতরে অস্বস্তি তৈরি হওয়ার মতো কোনও কারণ রয়েছে বলে মনে করে না  ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

নীতি-নির্ধারকরা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। খালেদা জিয়ার সঙ্গে বৈঠক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেভলপমেন্ট বিষয় নিয়েই আলোচনা ছাড়া আর কিছুই নয়। এসব বৈঠকে রাজনৈতিক আলাপ-আলোচনা হতে পারে কিন্তু সমাধান হবে না।  

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের হাইকমিশনের বৈঠক মাতামাতি সৃষ্টি হয়ে যাওয়ার মতো কোনও ঘটনা নয়।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা তাদের কাজেরই অংশ।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বার্নিকাট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশন। এছাড়া তারা আমাদের দেশের উন্নয়ন সহযোগী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা-সাক্ষাৎ কূটনীতিকদের ডিপ্লোম্যাসিরই একটি অংশ। তাই বার্নিকাট এ উদ্যোগ নিয়েছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক রাজনৈতিক মহলে আলোচনা হওয়ার মতো কোনও ঘটনা নয়। এ ধরনের আলোচনা বা বৈঠক বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের কাজেরই একটি অংশ। যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ, সেহেতু দেশটির প্রতিনিধিরা আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, কথা বলবেন, এটাই স্বাভাবিক।’

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক রাজনীতিতে আলোচনা তোলার মতো কোনও ঘটনা বলে আওয়ামী লীগ মনে করে না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের বৈঠক তাদের ধারাবাহিক কাজের একটি অংশ-এর বাইরে এই বৈঠক অন্য কিছু নয়।’ 

/এমএনএইচ/আপ-এফএস/

আারও পড়ুন-


আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!