X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন না করলে বিএনপির অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৬

শেখ ফজলুল করিম সেলিম বর্তমান সরকারে অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, নির্বাচন করেন, টালবাহানা করে লাভ হবে না। নির্বাচন না করলে আপনাদের মুসলিম লীগের চেয়ে খারাপ অবস্থা হবে। এইবার নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হবে। রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, বিএনপি বলছে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করবে না। আপনারা এই সরকারের অধীনে নাকে খত দিয়ে নির্বাচন করবেন।

বিএনপি না এলে নির্বাচনে কোনও প্রভাব পড়বে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, আসেন না আসেন আমাদের কি। যার ইচ্ছা সে নির্বাচন করবে। হুমকি-ধামকি দিয়েন না। আন্দোলন কাকে বলে, কয় প্রকার আওয়ামী লীগ জানে। যদি সন্ত্রাস করেন, জনগণের সম্পদ নষ্ট করেন তাহলে গণপিটুনির জন্য প্রস্তুত থাকেন। এমন গণপিটুনি জনগণ দেবে, পাকিস্তানেও পালাতে পারবেন না।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। রাষ্ট্রপতি বিভিন্ন দলের সাথে আলাপ করেছেন। না করলেও পারতেন। বিভিন্ন দল সার্চ কমিটি করতে বলেছে। তিনি করেছেন। তারা ১০ জনের নাম বলেছে। তারমধ্য থেকে পাঁচজনকে নিয়ে নিয়ে ইসি গঠন করা হয়েছে। এ নিয়ে কারও কোন কথা বলার অধিকার নেই। বিএনপি বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে। রাষ্ট্রপতি যে তাদের ডেকেছে সেটাই অনেক।

তিনি বলেন, এখন খালেদা জিয়া নতুন তত্ত্ব আবিষ্কার করেছে। কি করেছে? গ্রহণযোগ্য সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। এটা সংবিধানে নাই। সংবিধানে আছে জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কোন অসাংবিধানিক সরকারের হাতে নয়। খালেদা তথাকথিত সুশীল সমাজকে মাঠে নামিয়েছে। এমন সব কথা বলছে, তাকে হেমায়েতপুর নয় রাঁচিতে পাঠাতে হবে। তিনি আবোল-তাবোল বলছেন।

বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে শেখ সেলিম বলেন, বিএনপি এখন আবার আলোচনার কথা বলছে। কিসের আলোচনা, কার সঙ্গে আলোচনা। এরা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি। এদের সঙ্গে আলোচনা না।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কানাডার ফেডারেল কোর্ট বলেছে, বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বব্যাপী তাদের প্রত্যাখান করা হয়েছে। দেশবাসীকে বলবো, আপনারাও প্রত্যাখান করুন। সন্ত্রাস মানবতার শত্রু, রাষ্ট্রের শত্রু। 

শেখ সেলিম বলেন, বাংলাদেশের মজবুত অর্থনীতি খালেদা জিয়া সহ্য করতে পারছেন না। খালেদা জিয়া, ড.ইউনূস আর কিছু সেল্ফ মেইড বুদ্ধিজীবী বিশ্বব্যাংকের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। বিশ্বব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। যারা দুর্নীতির কথা বলে চিৎকার করে টকশো ফাটিয়েছে; তাদের বিচার করতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কারও নাই।

/ইএইচএস/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল