X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৮ উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৪:২৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:৩০


রুহুল কবীর রিজভী
আগামীকাল সোমবার (৬ মার্চ) দেশের ১৮টি উপজেলায় নির্বাচনকে ঘিরে বিএনপি প্রার্থী ও সমর্থকদের ওপর সরকারি দলের নেতা-কর্মী ও ক্যাডারদের হামলা-মামলার তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে এ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নিশ্চুপ আচরণেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামীকাল দেশব্যাপী অনুষ্ঠিতব্য কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা, হুমকি-ধমকি ও অস্ত্রবাজিতে এখন নির্বাচনি এলাকাগুলোতে এক ভয়াবহ ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিএনপি মনোনীত প্রার্থীদেরকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে বেপরোয়া হামলা চালানো হচ্ছে। প্রচার-প্রচারণায় ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছে। বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
উদাহরণ স্বরূপ তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী, বাগেরহাটের মোড়েলগঞ্জ, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথা উল্লেখ করেন। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার অদূরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বাসভবন হওয়ার পরেও তিনি সেখানকার নির্বাচনি সহিংসতা বন্ধে কোনও উদ্যোগ না নেওয়ায় তীব্র সমালোচনা করেন রিজভী।
সিইসির প্রতি রিজভী প্রশ্ন রাখেন, যিনি (সিইসি) নিজের এলাকার নির্বাচনি সহিংসতা বন্ধে ব্যর্থ, তিনি বা তার কমিশন কি করে সারাদেশের নির্বাচনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন?
রিজভী দাবি করেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী গোটা নির্বাচনি ব্যবস্থাটাই ছিন্নভিন্ন করে দিয়েছে। সিইসিকে আবারও জনতার মঞ্চের কর্মকর্তা অভিহিত করে তার মতো অনুগত ও দলীয় আশীর্বাদপুষ্ট লোকের দ্বারা নির্বাচন কমিশন সঠিক ভাবে পরিচালিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা