X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সারাদেশ থেকে খালেদার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার দাবি হাছান মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৪:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৪:৫৩

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধনে হাসান মাহমুদ

হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার দায়ে ও হামলার হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সারাদেশে চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি’ শীর্ষক এক মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশে ৯০ দিন আগুন সন্ত্রাস পরিচালনা করেছিল। আর তার হুকুমদাতা ছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। পেট্রোল বোমা হামলায় তাকে হুকুমের আসামি করে সম্প্রতি কুমিল্লার আদালতে তার নামে চার্জশিট দেওয়া হয়েছে। আমি মনে করি, সারাদেশই তার বিরুদ্ধে হুকুমের আসামি করা উচিত। 

তিনি দাবি করেন, একজন নারী হয়ে খালেদা জিয়া হরতাল ডেকে হাজার হাজার নারীকে আগুনে পুড়িয়ে মেরেছে। নারীদের জীবন বিপন্ন করেছে। এই নারী দিবস থেকেই দৃঢ় কণ্ঠে দাবি করছি, হামলার হুমকিদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে সারাদেশ থেকেই দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার থেকে শুরু করে যে সব মা-বোন সারাদেশে বিএনপির পেট্রোল বোমার সহিংসতার শিকার হয়েছেন পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি৷ এ কারণে আজকে বিশ্ব নারী দিবসে খালেদা জিয়া এবং তার পেটোয়া বাহিনী বিএনপির বিচার হওয়া উচিৎ। নয়তো, নারীদের প্রতি সম্মান দেখানো হবে না। এসময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকল নারীর প্রতি অভিনন্দন এবং সম্মান জানান।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা