X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে যেমন প্রার্থী চান আ.লীগের তৃণমূল নেতারা

পাভেল হায়দার চৌধুরী
১০ মার্চ ২০১৭, ২১:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৭, ২১:৩৪

আওয়ামী লীগের পতাকা ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি এখন আর নাই। রাজনীতিতে এখন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত নেতাদের কদর বাড়ছে। তাই আগামী নির্বাচনে এসব গুণ সম্পন্ন ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগকে ভাবতে হবে। নির্বাচনে বিজয়ী হতে হলে ৩০০ আসনেই দল মনোনীত প্রার্থীকে হতে হবে সৎ, ত্যাগী, স্বচ্ছ ও জনগণের সঙ্গে সম্পৃক্ত রাজনীতিক। প্রার্থীদের থাকতে হবে সামাজিক পরিচিতিও। নৌকা দিলেই আগামী নির্বাচনে এমপি হয়ে যাবে এমন দৃষ্টিকোণ থেকে দলীয় মনোনয়ন দেওয়া ঠিক হবে না। তাহলে ভরাডুবির আশঙ্কা থেকে যাবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘কেমন প্রার্থী চান?’ প্রশ্নে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে দেশের ৮টি বিভাগের অন্তত ১০ জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের।

নিজেদের পছন্দের প্রার্থী সম্পর্কে মন্তব্য করার পাশাপাশি প্রত্যাশার কথা কেন্দ্রকে জানানো হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রাণশক্তি তৃণমূল পর্যায়ের নেতারা। তাদের মতে, মানুষ এখন সব কিছুই বোঝে। কোন জনপ্রতিনিধি কাজ করবে আর কে আখের গোছাবে, তা এখন জনগণের কাছে পরিষ্কার। 

ঢাকা বিভাগের ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবিষ্যতে যাকেই এমপি প্রার্থী করা হবে, তার মধ্যে যেন সততা, জনসম্পৃক্ততা, স্বচ্ছতা এই তিনটি গুণই থাকে। থাকতে হবে সামাজিক পরিচিতিও। তাহলে অনায়াসে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হবেন।’  

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারও বললেন একই কথা। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, যার জনসম্পৃক্ততা আছে, যিনি রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক, তাকেই দল মনোনয়নের জন্য বেছে নেবে। রাজনীতি যাদের অবৈধ টাকা-পয়সা রোজগারের অবলম্বন, জনগণ তাদের প্রতিনিধি বানাতে চায় না। তারা দেশকে, জনগণকে এবং দলকে কিছুই দেবে না। তারা এক সময়ে দলের বোঝা হয়ে দাঁড়াবে। আমি মনে করি, আগামী নির্বাচনে তারা মনোনয়ন বঞ্চিত হবে।’

সিলেট বিভাগের সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক অবস্থান, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এসব খুঁজেই তার হাতে নৌকা তুলে দিতে হবে। বর্তমান ভোটাররা ভোট দেওয়ার সময় সৎ, স্বচ্ছ ও ভাল লোক খোঁজে। দলের ভোটে সব সময়, সব এলাকায় জয়ী হওয়া যায় না। কিছু ভাসমান ভোটার থাকে প্রত্যেক এলাকায়। সে সব ভোটার উল্লেখিত বিষয়গুলো খুঁটিয়ে দেখে তারপর ভোট দেয়। আমাদের তাই ভোটারের পছন্দকে খেয়ালে রাখতে হবে।’

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনীর এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেশিশক্তির রাজনীতি এখন আর নাই। আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের কাছে সহজে যেতে পারে, কথা শোনে, খোঁজ-খবর রাখে এমন নেতাদের মনোনয়ন দিতে হবে। উড়ে এসে জুড়ে বসা লোকজনকে মনোনয়ন দিলে দলকে বিপদে পড়তে হবে।’

রংপুর বিভাগের গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি। তিনি বলেন, ‘ত্যাগী, দল ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতাকে বেছে নিতে হবে প্রার্থী হিসেবে। তা না হলে ভরাডুবি হতে পারে।’

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সদর উদ্দিন এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনস্বার্থে কাজ করতে সক্ষম এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নেতাদেরই মনোনয়ন দেওয়ার জন্যে খুঁজে বের করতে হবে। সৎ, স্বচ্ছ  ব্যক্তিদের আগামী নির্বাচনে মনোনয়ন দিতে হবে। তাহলেই বিজয় সুনিশ্চিত হবে। নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে বের করাও একটা রাজনীতি।’

রাজশাহী বিভাগের বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন, ‘দলের জন্যে নিবেদিত, ত্যাগী এবং জনসমর্থিত প্রার্থীকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দিতে হবে। থাকতে হবে সততা ও স্বচ্ছতাও। তাহলেই অনায়াসে বিজয় আসবে।’

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দেওয়ার পক্ষপাতী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী নির্বাচনে এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিত, যারা ছাত্র রাজনীতি করে জাতীয় রাজনীতিতেও পরীক্ষিত। দল আর জনগণের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। মনোনয়নের ক্ষেত্রে সততার প্রশ্নে কোনও আপস করা যাবে না।’

এএআর/

                 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা