X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৫:১৬আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৫:২২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনে সব দলের সমান সুযোগ পাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় তা ব্যহত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ জনসভায় নৌকার পক্ষে ভোট চেয়ে ভাষণ রাখার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে জনসভা করছেন। সেখানে তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এতে আমরা খুব একটা আশ্চর্য হই না। কারণ আওয়ামী লীগের চরিত্রই এমন।’ এর ফলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারে থেকে তারা সরকারি সব সুবিধা নিয়ে নির্বাচন করতে চায়। এরই মধ্যে প্রমাণিত হয়েছে, বিরোধী দলকে কোণঠাসা করে, বিরোধী দলকে আসার সুযোগ না দিয়েই তারা একতরফা নির্বাচন করতে চায়। ২০১৪ সালে তারা এটাই করেছিল। কিন্তু ওই ধরনের আর কোনও নির্বাচনকে জনগণ মেনে নেবে না।’
নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপি সবসময় নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল। রাজনৈতিক প্রক্রিয়াতেই আমরা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চাই। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত।’ বিএনপি কবে নাগাদ নির্বাচনি প্রচারণায় নামবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতির ঘাটতি নেই। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তখন আমরা নির্বাচনি প্রচারণা নিয়ে সিদ্ধান্ত নেব।’
জঙ্গিবাদ নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে। আমরা বলেছি, জঙ্গিবাদ নিয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে খুব অল্প কয়েকজনকেই বিচারের আওতায় আনা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিচারাধীন অবস্থায় হত্যা করা হচ্ছে বলে দেখা যায়। এজন্য কিছুটা রহস্য থেকেও যাচ্ছে।’
ফখরুল আরও বলেন, ‘সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এমনকি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (আইন প্রয়োগকারী সংস্থা) বক্তব্যের মধ্যেও সামঞ্জস্য নেই। আমরা জঙ্গিবাদকে নির্মূল করতে জাতীয় ঐক্য তৈরির আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।’
মির্জা ফখরুলের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটির সদস্যরা ছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

জঙ্গি-সন্ত্রাস ও মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

খালেদার নাইকো মামলা স্থগিতের বিরুদ্ধে শুনানি মুলতবি

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া