X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় নামছে ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৯:২৩আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:২৭

১৪ দলীয় জোট কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচারণায় অংশ নেবে ১৪ দল। সোমবার অনুষ্ঠিত ১৪ দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রচারণায় অংশ নিতে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার কুমিল্লায় যাবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. অসিত বরণ রায়, অ্যাডভোকেট এস. কে শিকদার, ডা. শাহাদাত হোসেন, নজরুল মজিদ বেলাল, ব্যারিস্টার মাহমুদুন্নবী, তৈয়বুল বাশার ও মো. আলী ফারুক।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হসিনার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় ১৪ দল ‘গণহত্যা দিবস’ পালনে রাজধানী ঢাকা এবং খুলনায় সমাবেশ করবে বলেও সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে আগামী ২৫ মার্চ মিরপুর বদ্ধভূমিতে এবং ৩০ মার্চ খুলনার চুকনগরে ১৪ দলের সমাবেশে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। ২৫ মার্চ সকাল ১১টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাবেশ করা হবে। এছাড়াও ৩০ মার্চ খুলনার চুকনগর বধ্যভূমিতে বিকেল তিনটায় কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ হবে।’
বিএনপি মহাসচিবসহ দলটির শীর্ষ নেতারা জঙ্গিদের উসকানি দিচ্ছে অভিযোগ করে নাসিম বলেন, ‘ বিএনপি জঙ্গিদের উসকানি দিচ্ছে। বিএনপি নেতারা যেসব কথা বলছে তা দুঃখজনক। জঙ্গিবাদের প্রতি তাদের দরদ এসব বক্তব্যে প্রকাশ পাচ্ছে।’

তিনি বলেন, ‘এদিকে দেশব্যাপী জঙ্গি তৎপরতা প্রতিরোধে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করব।’ পরবর্তী বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে বলেও জানান নাসিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘অতীতের মতো প্রধানমন্ত্রীর এবারের সফরেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে বলে ১৪ দল আশা করে। ভারত-বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও দৃঢ় হবে। অতীতে যেভাবে অমীমাংশিত বিষয়গুলোর সমাধান হয়েছে, এবারও সেভাইে সমাধান হবে।’
দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শিরিন আখতার, জাতীয় পার্টির (জেপি) শেখ শহিদুল ইসলাম,  গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন ও কমিউনিস্ট কেন্দ্রের ড. অসীত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘যারা ভোট চুরি করে, তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়