X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জোটের হাকডাক এরশাদের, আস্থা নেই ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর

চৌধুরী আকবর হোসেন
২২ মার্চ ২০১৭, ১৭:২২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৯:৪৬

এইচ এম এরশাদ, ছবি-অনলাইন থেকে সংগৃহীত নতুন জোট গঠনের ডাক দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরই মধ্যে ২৫টি রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে একটি জোট গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি। নিবন্ধনহীন ১৫টি ছাড়াও বেশকিছু রাজনৈতিক দলে সঙ্গে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। তবে এরশাদের এই জোটের প্রতি অনাস্থার কথা জানিয়েছে দেশের ইসলাম ধর্মভিত্তিক দলগুলো।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে এ জোট গঠনের উদ্যোগ নিয়েছেন এরশাদ। জোটের গঠনের জন্য নিবন্ধনহীন ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চা চক্রে ডাকছেন তিনি। জোট গঠন প্রক্রিয়ায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। বিএনপি নেতৃত্বাধীন জোটের ছোট দলগুলোকে বিভিন্নভাবে উদ্ধুদ্ধ করা হচ্ছে নতুন এই জোটে টানার জন্য। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে এরশাদের নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে বলেও মনে করছে দলটি।

তবে এরশাদের ঘোষিত এই জোট নিয়ে আস্থা রাখার মতো কারণ খুঁজে পাচ্ছেন না ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নেতারা। তারা বলছেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দলে, অথচ দলের চেয়ারম্যান এরশাদ বিরোধী দলের নেতার বদলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে রয়েছেন। এছাড়া, মন্ত্রিসভাতেও রয়েছে জাতীয় পার্টি সংসদ সদস্য। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এরশাদের স্ত্রী রওশন এরশাদ থাকলেও তিনি সরকারি দলের সুরেই কথা বলেন। তাছাড়া, এরশাদের ঘনঘন সিদ্ধান্ত বদল নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এসব দলের নেতারা।

এরশাদের ডাকে সাড়া দিয়ে চা চক্রে বসেছিলেন ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতারা। দলটির চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরশাদ চায়ের নিমন্ত্রণ দিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম। তিনি জোট করবেন, আমাদের সহায়তা চাইলেন। এরপর এ বিষয়ে নিয়ে আর কোনও কথা হয়নি। আমরাও দলীয় ফোরামে বিষয়টি নিয়ে এখনও আলোচনা করিনি। আর আমাদের নিজেদের জোট আছে, সেই জোটে অনেকেই আসতে চায়।’ ইসলামী ঐক্যজোটের এককভাবে নির্বাচন করার দলীয় সিদ্ধান্তের কথাও জানান তিনি।

আবদুল লতিফ নেজামী বলেন, ‘এরশাদ সাহেবকে পরিষ্কার করতে হবে, তিনি সরকারি দলে না বিরোধী দলে। জাতীয় পার্টি তো দুই পক্ষেই আছে।’

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী বলেন, ‘আমরা এরশাদের জোটের ডাক পেয়েছি। তবে কোনও বৈঠকে বসিনি। এটা তো নির্বাচনি জোট। আমাদের দেশে দলের আর্দশিক ভূমিকার চেয়ে নির্বাচন নিয়ে চিন্তা বেশি। কিন্তু ধর্মভিত্তিক দল হিসেবে আমাদের অনেককিছু বিবেচনা করতে হয়। তড়িঘড়ি করে আমরা কোনও সিদ্ধান্ত নেব না।’

এরশাদের সমালোচনা করে আশরাফী বলেন, ‘তার (এরশাদ) আগের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই তার ডাকে যোগ দেওয়া নিয়ে আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না।’

আনুষ্ঠানিকভাবে এরশাদের জোটের আহ্বান পায়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আনুষ্ঠানিকভাবে দাওয়াত না দিলেও বিক্ষিপ্তভাবে প্রস্তাব এসেছে। এ মুহূর্তে এরশাদের জোট নিয়ে আমাদের দলের কোনও চিন্তা-ভাবনা নেই।’

এরশাদের জোট প্রসঙ্গে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘এরশাদ সাহেব সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তার বয়স হয়েছে। তার চারপাশে যারা রয়েছেন তারা তাকে সঠিক পরামর্শ দিচ্ছেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এজন্য দেখা যায় তিনি (এরশাদ) সিদ্ধান্তহীনতায় ভোগেন, সিদ্ধান্তে অটল থাকতে পারেন না।’

দীর্ঘ সময় এরশাদের জাতীয় পার্টির সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। পরে তিনি যোগ দেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে। এরশাদের জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এরশাদ সাহেবই এর আগে চারদলীয় জোট গঠন করেছিলেন। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যজোট মিলে জোট করা হলেও তিনি থাকতে পারলেন না। এখন সংসদে তার বিরোধী দল থেকে মন্ত্রীও রয়েছে। এর নজির দেশের রাজনৈতিক ইতিহাসে নেই। এই কারিশমা আমরা দেখলাম গতবার। এরপর কী হবে বুঝতে পারছি না।’

মুফতি ওয়াক্কাস বলেন, ‘আমি এরশাদ সাহেবের সঙ্গে  ছিলাম। তিনি তো স্বাধীন নন। হামলা-মামলার হুমকি ছিল, আছে। জোট গঠন করে শেষ জীবনে যদি সোজা হয়ে দাঁড়াতে পারেন, তাহলে তো ভালো।’ বিশ দলীয় জোটে থাকা এই দলটির নেতা জানান, জোটের জন্য তাদের দলকে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে, জোট গঠন নিয়ে এরশাদ তার দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে ২৫ মার্চ বৈঠক করবেন। এ প্রসঙ্গে জোট গঠনের প্রক্রিয়ায় প্রধান সমন্বয়ক সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে, দেখা করছে। এর মধ্য থেকে কোন কোন দলকে নিয়ে জোট করা হবে, জোটের রূপরেখা কেমন হবে, তা ঠিক করতেই দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠক হবে। বৈঠকেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

/টিআর/

অারও পড়ুন: প্রাণ ভিক্ষা চাইবেন মুফতি হান্নান

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান   
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান  
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা