X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পরিবারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা হচ্ছে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ২০:৩৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ২০:৩৮

এনডিএম-এ আইনজীবীদের যোগদান অনুষ্ঠানে ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, যখন তার প্রতিষ্ঠিত সংগঠন নিয়ে সারাদেশে তৎপরতা বেড়েছে, সাধারণের মধ্যে সাড়া পড়েছে,তখন তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপচেষ্টা শুরু হয়েছে। তবে কোন পক্ষ এই অপচেষ্টা করছে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি ববি হাজ্জাজ।

গত মঙ্গলবার (২১ মার্চ) পিতা মুসা বিন শমসেরের ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করার একদিনের মাথায় এ মন্তব্য করেন ববি হাজ্জাজ। বুধবার তার বনানীর কার্যালয়ের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিগত দিনগুলোয় আমরা দেখেছি, দেশের স্বনামধন্য ব্যক্তিদের শুধুমাত্র রাজনৈতিক কারণে হেয় করার অপচেষ্টা করা হয়েছে।’ এর মধ্যে নোবেল বিজয়ী, বীর মুক্তিযোদ্ধা,স্বনামধন্য রাজনীতিবিদ ও ব্যবসায়ীরাও ছিলেন বলে জানান ববি হাজ্জাজ।

বিভিন্ন রাজনৈতিক দলের দু’শতাধিক আইনজীবীর যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এনডিএম।

উল্লেখ্য, শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরের ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) দিনভর অভিযান চালিয়ে বিকালে রাজধানীর ধানমণ্ডি থেকে এটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, ‘সরকার মানি লোকের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে।’

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট আফতাবউদ্দিন মোল্লার সভাপতিত্বে যোগদান সভায় বক্তব্য রাখেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, মহাসচিব (চলতি দায়িত্ব)অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের, যুগ্ম মহাসচিব লাকী হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মাহজাবিন, অ্যাডভোকেট কায়সারুল ইসলাম, যুগ্ম বিভাগীয় সম্পাদক তাজিন আহমেদ প্রমুখ।

/এসটিএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা