X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতা টিকিয়ে রাখতে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ২১:৩২আপডেট : ২২ মার্চ ২০১৭, ২১:৩৪

মওদুদ আহমেদ জঙ্গিবাদকে বিএনপি ঘৃণা করে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেদের স্বার্থে জঙ্গিবাদের সৃষ্টি করছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় সংস্থা আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দেশের চলমান জঙ্গিবাদ নিয়ে মওদুদ বলেন, জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি। কিন্তু সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা এবং টিকিয়ে রাখার জন্য এই জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একইসঙ্গে জঙ্গিবাদের নামে নিরীহ মানুষকে হয়রানিও করা হচ্ছে। এটি সরকারের একটি চাল। আন্তর্জাতিক মহলের সামনে জঙ্গিবাদকে সামনে এনে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়।
এসময় সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, এই জঙ্গিবাদ যদি জাতীয় সমস্যা হয়ে থাকে তবে পুলিশ র্যািব বাদ দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জঙ্গিবাদ নিধন করুন। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদ নিধনে সরকার উদ্যোগ নিলে বুঝবো সরকার আসলেই আন্তরিক।
বিএনপির নিবন্ধন বাতিল নিয়ে মওদুদ বলেন, চারদিকে শুনছি বিএনপি নির্বাচনে না গেলে নিবন্ধন থাকবে না। আমি বলতে চাই নিবন্ধন থাকুক আর না থাকুক সেটি আমাদের জন্য মুখ্য বিষয় নয়। আমাদের মূল উদ্দেশ্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে মওদুদ বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারিয়েছে। কারণ, আপনারা দেখছেন সব দেশে সরকারি দলের লোকেরা ভোটের ক্যাম্পেইন করছে। প্রধানমন্ত্রী গতকালকেও মাগুরাতে ভোট চেয়েছেন। আপনি ভোটের জন্য সভা করুন সমস্যা নেই। তবে এই নির্বাচনি প্রচারের অধিকার আমাদেরকেও দিতে হবে। সব রাজনৈতিক দল সমান সুযোগ সুবিধা পাবে সেই পরিবেশ তৈরি করতে হবে।

স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য ফরিদা মনি শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রমুখ।
/আরএআর/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!