X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ০২:২২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০২:৪৯



ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে খালেদা জিয়ার টুইট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত পৌনে দু’টার দিকে তার টুইটার অ্যাকাউন্টে এক টুইটে তিনি এ নিন্দা জানান। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বুধবার দিবাগত রাত দুটার দিকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, ওয়েস্ট মিনিস্টারে হামলার ঘটনায় বিএনপি প্রধান তার টুইটার একাউন্টে একটি টুইট করেছেন। তিনি বলেছেন, ‘‘ওয়েস্টমিনিস্টারে ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা এবং হতাহতদের জন্য গভীর শোক ও আন্তরিক সমবেদনা।’’
শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া রাতে অফিস থেকে বের হওয়ার আগে গুলশানের কার্যালয়ে লন্ডনে হামলার ঘটনায় মর্মাহত হয়েছেন। বাংলাদেশের মানুষ ব্রিটিশ সরকারের প্রতি সহমর্মী বলেও তিনি জানান।

এছাড়া পৃথক এক বিবৃতিতে খালেদা বলেন, ‘সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। পৃথিবীর নানা দেশে আজ সন্ত্রাসীরা বিকল্প রাজত্ব কায়েম করেছে। তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে, তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য। তারা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ রুদ্ধ করে দিতে উঠেপড়ে লেগেছে। একের পর এক বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকাণ্ড সমাজজীবনকে আতঙ্কিত করে তুলেছ। তাদের উপুর্যপুরী নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বিভৎসতা বিশ্ববাসী দেখছে,  তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে। এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। তারা মানবসভ্যতার সব কীর্তিচিহ্ন ধুলায় নিশ্চিহ্ন করে দিয়ে আদিম বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চাচ্ছে।  তাদের দমন করতে এই মুহূর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। না হলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারে পতিত হবে।’

কোকোর শ্বশুরের কুলখানি বৃহস্পতিবার সন্ধ্যায়
এদিকে শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বেয়াই ও আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এম এইচ হাসান রাজার কুলখানি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার কুলখানির দিনক্ষণ নির্ধারিত ছিল।
শায়রুল কবির খান বলেন, ‘কুলখানিতে বিএনপির সিনিয়র নেতারাসহ এম এইচ হাসান রাজার আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ মার্চ প্রকৌশলী এম এইচ হাসান রাজা মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুরে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা