X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন নতুন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ১৬:০৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৬:০৮

 

রুহুল কবীর রিজভী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সম্পন্ন করা নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে  সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবীর  বলেন, ‘এটা হবে নতুন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা।  এ নির্বাচনের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণের পাস-ফেল নির্ভর করছে।’

এর আগে বিকেল তিনটায় রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিএসইর সঙ্গে সাক্ষাৎ করেন। অন্য সদস্যরা হলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

বৈঠক শেষে রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, ‘কুসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর নেতাদের প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, নির্বাচনে যারা এজেন্ট হবেন তাদের গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে। আর প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনি বিধি লঙ্ঘন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে মন্ত্রী এমপিরা প্রভাব খাটাচ্ছেন। আচরণ বিধিতে সুযোগ না থাকা সত্ত্বেও পোস্টারে দলের প্রতিষ্ঠাতা ও নেতাদের ছবি ছাপা হচ্ছে।’

এ সময় রুহুল কবীর রিজভী নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা এবং নির্বাচনি কর্মকর্তারা যাতে পক্ষপাতিত্ব করতে না পারে সে ব্যবস্থা করার দাবি জানান।

এ সময় রিজভী বলেন, ‘সিইসি পক্ষপাতিত্ব করবেন না বলে আমাদের আশ্বাস দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার একজন সজ্জন ও দায়িত্বশীল ব্যক্তি। আমরা আশা করি তিনি যে আশ্বাস দিয়েছেন তা পূরণ করবেন।’

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি