X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটভুক্ত জমিয়তের তিন নেতা এখন পাকিস্তানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৫:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:২৯

পাকিস্তানে বাংলাদেশ জমিয়তের তিন নেতা জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (ফজলুর রহমান গ্রুপ) উদ্যোগে শতবার্ষিকী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গেছেন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের তিন কেন্দ্রীয় নেতা। তারা হলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,  সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, পাকিস্তান জমিয়তের শতবার্ষিকী উপলক্ষেই তারা পাকিস্তান গেছেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন আজ শুক্রবার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ৩৭ দেশের নেতারা উপস্থিত হবেন। পাকিস্তান জমিয়তের সম্মেলনের মঞ্চ

জমিয়তের সূত্র জানায়, গত ২ এপ্রিল বাংলাদেশের তিন নেতা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১০ বা ১১ এপ্রিলের দিকে দেশে ফিরবেন তারা।

জমিয়ত সূত্র জানায়, পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলাম দুই গ্রুপে বিভক্ত। মাওলানা সামীউল হকের নেতৃত্বে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম (এস) ও মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)। উভয় গ্রুপই পাকিস্তানের বর্তমান মুসলিম লীগের নওয়াজ শরিফ সরকারের শরিক। বাংলাদেশে জমিয়তের সভাপতি হিসেবে মাওলনা আব্দুল মুমিন ও নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ। মহাসচিব হিসেবে আছেন হেফাজতের ঢাকা মহানগর আমির মাওলানা নূর হোসাইন কাসেমী। পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত জমিয়তের সম্মেলনের ছবি

যদিও মাওলানা আবদুর রবি ইউসুফী তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘৫ এপ্রিল দুপুর ১টায় ইসলামাবাদ আন্তর্জাতিক এয়ার পোর্টে পৌঁছালে আমাদেরকে স্বাগত জানান দায়িত্ব প্রাপ্ত জনাব এজাজ আহমদ৷ কিছুদূর অগ্রসর হলে হাইওয়ে হোটেলে অপেক্ষমান দরখাস্তী (রহ্) এর সাহেবজাদা জামীলুর রহমান দরখাস্তী, আজমল খান লাহুরী (রহ) এর ছাহেবজাদা আমজাদ খান লাহুরীসহ প্রায় বিশজন নেতাকর্মী৷ এর পর গাড়ি বহর রওয়ানা দেয় পেশাওয়ারের উদ্দেশে। সেখানে মেহমানখানায় পূর্ব থেকেই অপেক্ষায় ছিলেন সিনংটর মাওলানা আতাউর রহমান৷ আমরা বর্তমানে মেহমান খানায় অবস্থান করছি।’

/এসটিএস/এসটি/এফএস/

আরও পড়ুন- 

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি


প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা