X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মেয়র বরখাস্তের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ১৪ দলের

পাভেল হায়দার চৌধুরী
০৮ এপ্রিল ২০১৭, ২১:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২২:৪৭

১৪ দলীয় জোট ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিউ) সম্মেলন চলাকালে তিন মেয়রের বরখাস্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। তারা বলছেন, এ ঘটনা ১৪ দলকে বিব্রত করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানান তারা। শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক বৈঠকে তারা এই দাবি জানান। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানায়, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক তিন মেয়রের বরখাস্তের বিষয়টি তুলে ধরে বলেন, ‘দেশে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছিল। এরমধ্যে মেয়রদের বরখাস্তের নির্দেশনা কে দিল? কোথা থেকে এলো? এটি আমাদের খুঁজে বের করতে হবে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরখাস্তের ঘটনা জানেন না, তাহলে সরকারের ভেতরে কারা এ ধরনের বিতর্কের জন্ম দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর হয়ে উঠেছেন, তা চিহ্নিত করতে না পারলে ভবিষ্যতে আরও বেকায়দায় পড়তে হবে।’

আনিসুর রহমান মল্লিক বলেন, ‘এ ঘটনার জন্যে সংশ্লিষ্টদের কাছে জবাব চাইতে হবে।’

বৈঠকে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য এস কে শিকদারও মেয়র বরখাস্তের ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সভায় ১৪ দলীয় জোটের শরিক দলের নেতারা কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থী পরাজয়ের কারণ পর্যালোচনা করেন।তারা অভিযোগ করেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা থেকে শরিক দলের যেসব নেতা নির্বাচনি প্রচারণায় কাজ করতে গেছেন, তাদের কোন নেতার খোঁজ নেননি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির সরকারবিরোধী ও ভারতবিরোধী বিভিন্ন সমালোচনার জবাব দিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয় সভায়। জোট নেতারা বলেন, ভারতবিরোধী অপপ্রচারে নেমেছে বিএনপি। তাই তাদের ব্যাপারে জোটগতভাবে বক্তব্য বিবৃতি দিতে হবে।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া