X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের রোডম্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৮:৫১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:৫৩

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভারত সফর শেষে সোমবার সন্ধ্যায়  শেষে দেশে ফিরবেন। এই উপলক্ষে তাকে  গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।  সংবর্ধনা দেওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সংশ্লিষ্ট থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ঢাকার ৭ স্থানে থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।

সংবর্ধনায় উপস্থিত থাকবেন দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন র‌্যাংগস ভবনের সামনে কেন্দ্রীয় ১৪ দল, ঢাকা মহানগর ১৪ দল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চিকিৎসক ও আইনজীবীরা থাকবেন।

সড়ক পরিবহন অফিস হতে র‌্যাংগস ভবন পর্যন্ত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থাকবে।

র‌্যাংগস ভবন থেকে নভোথিয়েটার পর্যন্ত থাকবেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে সূত্রাপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

নভোথিয়েটার থেকে সামরিক জাদুঘর পর্যন্ত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা থাকবেন।

সামরিক জাদুঘর থেকে সংসদ ভবন মোড় পর্যন্ত বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন থাকবেন। একই স্থানে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে রমনা, শাহ্বাগ, মতিঝিল, শাজাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা থাকবেন।

সংসদ ভবন মোড় থেকে গণভবনের দিকে থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। একই স্থানে সংসদ সদস্য হাজী মো. সেলিমের নেতৃত্বে লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা থাকবেন।

গণভবনের মুখে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নেতৃত্বে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন  আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা থাকবেন।

পিএইচসি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার