X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ব্যাখ্যা’ না পেলে ভারত ইস্যুতে কথা বলবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ০১:৩২আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের সঙ্গে চুক্তি, সামরিক-সমঝোতা ও অন্যান্য চুক্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না পেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাতে সাড়ে নয়টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়াসহ অন্যরা বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের সম্ভাবনা নির্ভর করছে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী বলবেন তার ওপর। তবে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলের মহাসচিব নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করবেন, বলে জানান মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

প্রসঙ্গত, ভারত সফর শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চুক্তির বিরুদ্ধে কর্মসূচির দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুক্তির পক্ষে-বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করা হয়। যে চুক্তিগুলো হল, এর স্বার্থ বাংলাদেশের কতটা এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মঙ্গলবারের বক্তব্যে এসব ব্যাখ্যা না থাকলে নিশ্চয়ই কথা বলবেন খালেদা জিয়া।’

আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল, তিস্তা চুক্তি। কিন্তু তিনি সেটি করতে ব্যর্থ হলেন। তিনি আদর-আপ্যায়ন নিয়েই ফিরলেন। চুক্তিগুলো তো জাস্টিফাই করতে হবে প্রধানমন্ত্রীকে। এক্ষেত্রে ভারতের সঙ্গে ব্যবসা, সীমান্তে হাঁট-বাজার, আমাদের দেশের সেনাদের ভারতে ট্রেনিং এবং দেশের নিরাপত্তার বিষয়গুলো নির্ভর করে।

বিএনপি সূত্র জানায়, বৈঠকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা এলাকার হাওড় অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় বিএনপির ত্রাণ টিম পাঠানোর বিষয়েও আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে।

স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী