X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে ঢাবিতে নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ২১:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২১:৩০

পহেলা বৈশাখে ঢাবিতে নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে টিএসসি, ফুলার রোড, কার্জন হল, কলাভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবে ঢাবি ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। এখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আবিদ আল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ স্থানে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে থাকবেন ৫০০ ছাত্রলীগ নেতাকর্মী। দর্শনার্থীদের তৃষ্ণা মেটানোর জন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ এবং কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানা যায়।
জানা গেছে, দর্শনার্থীদের যে কোনও সমস্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিভিন্ন স্থানে ফেস্টুনের মাধ্যমে তাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে।
এদিকে বুধবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষে ঢাবির আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। সংগঠনটির সভাপতি তুরীন কান্তি দাস জানান, প্রায় শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শাহবাগ এবং সকালে রমনায় নিরাপত্তার দায়িত্বে থাকবে। নেতাকর্মীদের শনাক্ত করার জন্য তারা একই রকম টি-শার্ট পরবেন বলেও জানান ছাত্র ইউনিয়ন সভাপতি।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ