X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্ষমতা নয়, খাদের কিনারে যাচ্ছে বিএনপি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৪:২৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৩৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পা পা করে বিএনপি ক্ষমতার দিকে নয়, খাদের কিনারে যাচ্ছে। রবিবার দুপুরে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিলের দ্বিবার্ষিক অধিবেশনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর এক বক্তব্যের জেরে তিনি এসব কথা বলেন।
পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের অধিবেশনে হানিফ প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছিলেন ‘বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে সরে যাচ্ছে।’
এ প্রসঙ্গে হানিফ আরও বলেন, ‘ভুল রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রম ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাদের (বিএনপির) আর ক্ষমতায় আসার স্বপ্ন না দেখলেও চলবে। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্ব নেতারা বিশেষভাবে সম্মানিত করছেন। আর এসব দেখেই বিএনপি নেতারা ঈর্ষায় কাতর হয়ে মিথ্যাচার করে যাচ্ছে।’
মহাজোট সরকার ফের ক্ষমতায় আসবে উল্লেখ করে হানিফ বলেন, ‘দেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির কারণে জনগণের ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসবে। এটা নিশ্চিত জেনেই বিএনপি এরূপ আচরণ করছে, মিথ্যাচার করছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে সারাবিশ্বের পার্লামেন্টারিয়ানদের আগমন ও তাদের বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে, এই সরকার বৈধ।’

আয়োজক সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ প্রমূখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না