X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ঐক্যবদ্ধ হোন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ২৩:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০০:০০

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রুদ্ধধার এ বৈঠকের পর বের হয়ে জেলা দুটির নেতারা এ তথ্য জানান।
জেলা দুটির নেতারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দুই জেলার নেতাদের মুখ থেকে সাংগঠনিক সমস্যাগুলো কী, কোন্দলের মূলে কী রয়েছে তা শুনেছেন কেন্দ্রীয় নেতারা। সমস্যা সমাধানের জন্যে নির্দেশনাও দিয়েছেন ওবায়দুল কাদের। চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট নেতাদের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক সূত্রে জানা গেছে, এ দুটি জেলার নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন সবাইকে ‘এডজাস্ট’ করে চলতে হবে। ছোটখাট ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে সংগঠনের জন্যে নিবেদিত হয়ে কাজ করতে হবে।
ওবায়দুল কাদেরের মধ্যস্থতায় বৈঠকে দুই জেলার নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহাবুবউল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে দলের অভ্যন্তরের ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করতে জেলার নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছি আমরা। এরই অংশ হিসাবে রবিবার দুটি জেলার সঙ্গে বৈঠক করেছি । বৈঠকে তৃণমূলের নেতাদের কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সর্বস্তরে দলের সম্মেলন করতে হবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদেরকে একটি বার্তা দিয়েছেন যে, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এর জন্যে সবাইকে প্রস্তুতি নিতে হবে। দ্বন্দ্ব-কোন্দল, ভুল বোঝাবুঝি এসব ভুলে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন সাধারণ সম্পাদক। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন তিনি। আজাদ জানান, ওবায়দুল কাদের আমাদের জানিয়েছেন, নেত্রী বলেছেন সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে।
কুষ্টিয়া জেলার সভাপতি সদর উদ্দিন খান বলেন, দলের ভেতরে যেসব ছোট-খাট ভুল বোঝাবুঝি রয়েছে তা দূর করে ফেরতে পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। তৃণমূলের সর্বস্তরের সম্মেলন শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি, জানান সদর।
এরপরে সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ কুমিল্লা দক্ষিণের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস) ও সাধারণ সম্পাদক, রেলমন্ত্রী মুজিবুল হককে নিয়ে বৈঠক করেন। সেখানে আগামী ৩০ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয়েছে।
/পিএইচসি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার