X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৫ দাবি নিয়ে ববি হাজ্জাজের নতুন রাজনৈতিক দল এনডিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৯:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:২৯

সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ (ছবি: ফোকাস বাংলা) পাঁচ দফা দাবি নিয়ে ববি হাজ্জাজের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। সোমবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনডিএম-এর দাবিগুলো হলো— জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটতরাজ বন্ধ, রাজনৈতিক সহিংসতায় ছাত্র ও যুবকদের ঠেলে দেওয়া বন্ধ, আইনের শাসন কায়েম করতে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং সাংবিধানিক মৌলিক অধিকার বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, ‘এই দলে সবাই সমান। দলের সব বড় সিদ্ধান্ত নেওয়া হবে কর্মীদের সম্মতিতে, তথ্যপ্রযুক্তির মাধ্যমে। নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে প্রাইমারির মাধ্যমে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই দল নয়। এনডিএম প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি করবে না।’
বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ আরও বলেন, ‘দলে ছায়া মন্ত্রীসভা থাকবে। রাজনৈতিক দল হিসেবে এনডিএম ভুলের সমালোচনা করবে। এই দেশ আমাদের, এই দেশ আমাদের পরিচয়, এই দেশ নিয়ে কোনও ধরনের আপোস চলবে না।’

নতুন দল গঠন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘আমি এই দলের একজন কর্মী। সারাজীবন কর্মী হয়েই থাকতে চাই। গত দুই বছর খুলনা থেকে জামালপুর, সুনামগঞ্জ থেকে কক্সবাজার ঘুরে জনগণের সঙ্গে কথা বলেছি। এসি রুমে বসে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই দলের আত্মপ্রকাশ হয়নি। ২০ বছর ধরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক বিশ্লেষক বা উপদেষ্টা হিসেবে কাজ করেছি। অনেক পশ্চিমা দেশের রাজনীতি এবং গণতন্ত্র চর্চা কাছ থেকে দেখেছি। এ অভিজ্ঞতার আলোকেই এনডিএম-এর আত্মপ্রকাশের প্রয়াস।’

বক্তব্যে ববি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে আমি সঠিক পথেই ছিলাম। কিন্তু আমাদের সঙ্গে অবিচার করা হয়েছিল। এরপরও দেশের বাইরে গিয়েও জনগণের ভালোবাসা পেয়েছি। আমি মনে করি, সঠিক রাজনীতি মানে জাতির সেবার প্রতিযোগিতা। কিন্তু এখন রাজনীতি অর্থ দাঁড়িয়েছে ক্ষমতা দখলের প্রতিযোগিতা।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘২০১৫ সালে শত শত বাস, গাড়ি ও ট্রেন পোড়ানো হয়েছে। মানুষ ও গাড়ি পুড়িয়ে ভালো কাজ করা যায় না। আদতে সেটাও ছিল ক্ষমতা দখলের লড়াই। আমরা বিশ্বাস করি, ওই দলেও অনেক ত্যাগী ও ভালো নেতা আছেন কিন্তু তারা কাজ করছেন ভালো। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। এটা গণতন্ত্রের জন্য কলঙ্ক।

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?