X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যশোরে আ.লীগকে কোন্দলমুক্ত করতে ওবায়দুল কাদেরের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ২৩:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২৩:৩৬

সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যশোরকে দলীয় কোন্দলমুক্ত করতে স্থানীয় নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোন্দলমুক্ত রাজনীতির চর্চা করে জেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’ সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যশোরের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি।
যশোর জেলা আওয়ামী লীগের অভ্যন্তরে দলীয় কোন্দল নিরসনে জেলার নেতা ও দলের স্থানীয় সংসদ সদস্যদের ঢাকায় ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত বৈঠকে জেলার নেতাদের মুখ থেকে কোন্দলের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত এবং কেন তা জানতে চান তিনি। এরপরই জেলার নেতারা ও সংসদ সদস্যরা একে একে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
সাধারণ সম্পাদকের উপস্থিতিতে জেলার নেতারা একে অপরকে দোষারোপ করেও বক্তব্য রাখেন বলে জানা গেছে। বৈঠকে জেলার সভাপতি শহিদুল ইসলাম মিলনের নামে অভিযোগ উত্থাপন করে সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘সভাপতি আলাদা গ্রুপ নিয়ে চলেন। আলাদা, আলাদা সভা করেন।’ এর জবাবে শাহীন চাকলাদারকে উদ্দেশ্য করে সভাপতি মিলন বলেন, ‘আপনাকে নিয়ে সভা করা হলে তো আপনি মারামারি করেন।’
এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, ‘দোষারোপ না করে যশোরের রাজনীতিকে কোন্দলমুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হতে এবং সবাই মিলে কাজ করতে হবে। সেই সঙ্গে এগিয়ে নিতে হবে সংগঠনকে। তিনি বলেন, ‘যশোরের রাজনীতি গ্রুপিং মুক্ত করতে হবে। জেলার উর্বর ঐতিহ্য ফিরিয়ে এনে স্থানীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

জেলাটির যেসব থানায় সম্মেলন হয়নি এবং সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি দ্রুত তা শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া বৈঠকে অংশ নেওয়া নেতাদের তথ্য অনুযায়ী, যশোর জেলার ৯টি থানা কোন্দলপূর্ণ ভেবে আগামী ৭ ও ৮ মে সেইসব স্থানের সংশ্লিষ্ট নেতাদের ঢাকায় ডাকা হয়েছে।

ঝিকরগাছা, শার্শা, চৌগাছা, কেশবপুর থানার নেতাদের সঙ্গে ৭ মে এবং সদর, পৌরসভা অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া থানার নেতাদের সঙ্গে ৮ মে বৈঠকের তারিখ নির্ধারণ করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী। কোন্দল নিরসনের লক্ষে থানার নেতাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি