X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসলামি দল ছাড়াই কি এরশাদের ঐক্যজোট!

সালমান তারেক শাকিল
০৩ মে ২০১৭, ২১:১৭আপডেট : ০৩ মে ২০১৭, ২১:৩৪

এইচ এম এরশাদ আগামী রবিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যজোটের ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে জোটটি। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন জোট-প্রক্রিয়ার প্রধান সমন্বয়ক ও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়। তবে এরশাদের এই জোটে চার ইসলামি দলের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হলেও জোটে যোগ দেওয়া নিয়ে দলগুলোর সংশয় এখনও কাটেনি। এমনকি এই সংশয় থেকেই জোটের অন্তর্ভুক্ত দলগুলোর নাম প্রকাশ করতেও দ্বিধায় রয়েছে জাপা। আলোচনায় থাকা এই চার ইসলামি দল হলো— ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
৭ মে এরশাদের নেতৃত্বে জাতীয় ঐক্যজোট
গত ২৫ মার্চ জাপার প্রেসিডিয়ামের বৈঠকে জাতীয় ঐক্যজোট গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে জোট হিসেবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় ধর্মভিত্তিক একটি জোট, ছোট ছোট দলগুলোকে নিয়ে একটি জোট ও জাপার মধ্যে নির্বাচনি ঐক্য স্থাপন নিয়ে আলোচনা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ীই গত ৩০ মার্চ সকালে ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামে স্বল্প পরিচিত প্রায় ৩৪টি সংগঠনের একটি জোটের আত্মপ্রকাশ ঘটে। ওই অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও অংশ নেন।
এরই ধারাবাহিকতায় ৭ মে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এরশাদ। এই ঘোষণার কথা নিশ্চিত করলেও এই জোটে কোন কোন দল থাকবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।
জাপা সূত্র জানায়, ৭ মে আলমগীর মজুমদারের নেতৃত্বে অখ্যাত একটি জোট, জাতীয় ইসলামি মহাজোট ও ধর্মভিত্তিক কয়েকটি দল এরশাদের জোটে শরিক হতে পারে। তবে ধর্মভিত্তিক চারটি দল বলছে, আগামী ৭ মে জোটে যাওয়ার বিষয়ে বুধবার পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আলমগীর মজুমদারের নেতৃত্বে জোটের সংগঠনগুলো হলো— বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি) ও ইসলামী গণ আন্দোলন।
মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বে জাতীয় ইসলামি মহাজোটের সংগঠনগুলো হচ্ছে— গণ ইসলামিক জোট, পিপলস জাস্টিস পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ইসলামি জনকল্যাণ পার্টি, ইউনাইটেড ইসলামিক লীগ, জমিয়তে মুসলিমিন বাংলাদেশ, ন্যাপ-ভাসানী, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পার্টি, ইসলামি গণ আন্দোলন, জাতীয় ইসলামি আন্দোলন, জমিয়তুল ওলামা পার্টি, জাতীয় ইসলামিক মুভমেন্ট, খেলাফত আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত পার্টি, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামি আক্বিদা সংরক্ষণ পার্টি, ইসলামী সংরক্ষণ পার্টি, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, ইসলামি আক্বিদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, ইউনাইটেড ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামি পার্টি, ইসলামী সমাজ কল্যাণ আন্দোলন, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলিমিন, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আক্বিমুদ্দিন মজলিস, সোশ্যাল ডেভেলপমেন্ট পার্টি, জমিয়তুল হেদায়াহ মুভমেন্ট।
আলোচনায় ৪টি ইসলামি দল, সম্ভাবনা কম
এরশাদের জাতীয় ঐক্যজোটে অংশ নেওয়ার বিষয়ে চারটি ইসলামি দলের আলোচনা চলছে। তবে আগামী ৭ মে এই দলগুলো জোটে যুক্ত হচ্ছে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলগুলো।
জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোটে আদৌ যাব কিনা, এ সিদ্ধান্ত হয়নি।’
দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জোট হয় আন্দোলন বা নির্বাচনকে কেন্দ্র করে। এখন আন্দোলন বা নির্বাচন, কোনোটিরই আলোচনা নেই। ফলে এরশাদের জোটে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই।’
প্রায় একই ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুযূল হক। বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রস্তাব এসেছে। তবে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। রবিবার প্রেসক্লাবের অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা নেই। কারও কারও সঙ্গে জাপার আলোচনা হয়ে থাকলে তারা নিশ্চয় যেতে পারে।’
দলগুলোর বিভিন্ন সূত্র বলছে, এরশাদের জোটের বিষয়ে ক্ষমতাসীনদের পরামর্শ রয়েছে বলে তাদের জানিয়েছে জাপা। ইসলামি দলগুলোকে দিয়ে এরশাদ এবং বাম ও মধ্যমপন্থী দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বে জোটে যাবে— এমন তথ্যও দেওয়া হচ্ছে কওমিপন্থী দলগুলোকে। বাংলাদেশ খেলাফত মজলিসের একজন সিনিয়র নেতা বাংলা ট্রিবিউনকে জানান, ‘জোট গঠন নিয়ে আলোচনা হলেও এর আত্মপ্রকাশে তড়িঘড়ি করা হচ্ছে। এ বিষয়টি সন্দেহ তৈরি করেছে।’
যদিও গত মার্চেই বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে কওমিপন্থী দলগুলো জানিয়েছিল, এরশাদের ওপর তাদের আস্থা নেই
অন্য এক সিনিয়র নেতা জানান, জোট গঠনের জন্য সরকারের পক্ষ থেকেই জাপাকে চাপ দেওয়া হয়েছে। আবার জাপার মধ্যে রয়েছে দুইটি গ্রুপ— একটি সরকারের বিরোধী, অন্যটি সরকারের পক্ষের। দুই ধরনের গ্রুপিং নিয়েও সন্দিহান ইসলামি দলগুলো।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে জোট করার প্রস্তাব এসেছে। তবে দলে আলোচনা করার পরই ডিসিশন নেওয়া হবে।’
জোটে অংশ নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার (৪ মে) জাপার সঙ্গে বৈঠক রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের। ওই বৈঠকের পরই জোটে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। দলের মহাসচিব মাওলানা এম এ মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে জাপার একটি বৈঠক হয়েছে। আরও একটি বৈঠক হবে বৃহস্পতিবার। বর্তমান পরিস্থিতিতে জোটের রাজনীতির প্রয়োজন আছে। তবে এ ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে, তাদেরও নিশ্চয় আছে। কাল বৈঠকের পরই আসলে এটা নিয়ে বলা যাবে। আর ৭ মে জোটের আত্মপ্রকাশের অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে কোনও কথা হয়নি।’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মওলানা মজিবুর রহমান হামিদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরশাদের জোটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।’

আরও পড়ুন-

মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত জাতীয় পার্টির!

বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!