X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মূর্তি ঢেকে রাখা বা খোলা রাখা সমান: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ২৩:৫৯আপডেট : ০৩ মে ২০১৭, ২৩:৫৯

‘সুপ্রিম কোর্টের সামনের মূর্তি না সরিয়ে দুই ঈদের নামাজের সময় ঢেকে রাখা বা বিকল্প ব্যবস্থার গুঞ্জন হচ্ছে। এটা একটা হাস্যকর বিষয়। মূর্তি ঢেকে রাখা বা খোলা রাখা সমান।’ বুধবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এই গ্রিক দেবী দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে কোনও মিল নেই। তাই কোনও দেবীমূর্তি, ভাস্কর্যের নামে মুসলিম অধ্যুষিত দেশের সর্বোচ্চ বিচারালয়ের সামনে স্থান পেতে পারে না। আমাদের অবস্থান সংস্কৃতি চর্চা ও ভাস্কর্যের বিরুদ্ধে নয়, তবে সংস্কৃতি ও ভাস্কর্যের নামে মূর্তিপূজার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

কিছু জ্ঞানপাপী রাম-বাম তাদের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের লক্ষে মূর্তি ও ভাস্কর্যের ভুল সংজ্ঞা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এর সংস্কৃতি হলো ইসলাম। তাই সুপ্রিম কোর্ট চত্বরে গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন শুদ্ধ সংস্কৃতির চর্চা হতে পারে না।’

হেফাজত মহাসচিব আরও বলেন, ‘সামনে রমজান মাস আসছে, যে মাসে মুসলমানরা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকবে। তাই আমাদের দাবি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গড়িমসি না করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি সরিয়ে ন্যায়বিচারের প্রতীক আল-কুরআনের প্রতিকৃতি স্থাপন করুন।’ যেহেতু আদালতের নির্দেশ ছাড়া মূর্তি বসানো হয়েছে, তাই মূর্তি সরানোর আন্দোলন কখনো আদালতের অবমাননার শামিল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘আমাদের আশা প্রধানমন্ত্রী এদেশের তৌহিদী জনতার মনের ভাষা বুঝবেন এবং কৃত ওয়াদা অনুযায়ী গ্রিক দেবী মূর্তি সরিয়ে এদেশের মানুষের অন্তরকে শান্ত করবেন।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া