X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সত্য লুকিয়েছেন, অভিযোগ ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৫:৩১আপডেট : ০৪ মে ২০১৭, ১৫:৪৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে’ বলে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সত্য লুকিয়েছেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সত্যের অপলাপমাত্র। কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন দেখলে বোঝা যায় দেশে কোনও গণতন্ত্র নেই।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) কমিটির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘সারা দেশের মতো ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণেও কর্মীসভা করা হবে। পুলিশের অনুমতি পাওয়া গেলে আগামী ৭ মে রবিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ এবং ৮ মে মহানগর উত্তরের কর্মীসভা অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিবাজ সরকার। দুর্নীতি করা এ সরকারের প্রধান উদ্দেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সেটা ফুটে উঠেছে। তারা নিজেরাই দুর্নীতি ও দেশ থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।’

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে প্রধানমন্ত্রীর এমন ইঙ্গিতের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘বারবার একই কথা বলতে ভালো লাগে না, দামও থাকে না। প্রধানমন্ত্রী তার কথা বলেছেন, সময়মতো বিএনপিও উত্তর দেবে। দলের নির্বাচনের রূপরেখা যথা সময়েই দেওয়া হবে। ’

‘ভারতের সঙ্গে আওয়ামী লীগ যে চুক্তি করেছে তা প্রকাশ করেছে কিন্তু বিএনপি চীনের সঙ্গে করা চুক্তি প্রকাশ করেনি’ এবং ‘দেশে গণতন্ত্রের চর্চা চলছে’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘দেশে কেমন গণতন্ত্র আছে তা আপনারাই বলতে পারবেন। গতকালও শুনলাম বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণতন্ত্রের মূল বিষয় মুক্ত গণমাধ্যম, সেটিই তো নিয়ন্ত্রিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৫১টি টিম সারা দেশে রাজনৈতিক সফর করছে। এই সফরের প্রধান উদ্দেশ রাজনৈতিক নেতাদের ব্রিফ করা ও নেতাকর্মীদের উজ্জীবিত করা।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কর্মী সমাবেশেও বাঁধা দেওয়া হচ্ছে। নাটোরে আমাদের নেতাকর্মীদের কর্মী সমাবেশ করতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আমরাও চেষ্টা করছি বাঁধার মধ্যেই সমাবেশ করার। তবে বেশিরভাগ জায়গাতেই পুলিশি বাঁধার সম্মুখীন হচ্ছে দলের নেতারা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল , উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান প্রমুখ।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
কালবৈশাখী হতে পারে ৮ বিভাগে
৩ দিনের সতর্কবার্তাকালবৈশাখী হতে পারে ৮ বিভাগে
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ