X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ.লীগের আইডিয়া চুরি করেছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ২০:১৯আপডেট : ১১ মে ২০১৭, ০২:২৫

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আইডিয়া চুরি করার অভিযোগ তুলেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১০ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘ভিশন ২০৩০’-এর প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পরের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ, এটা এক ধরনের রাজনৈতিক অসততা। একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে অন্য একটি রাজনৈতিক দলের আইডিয়া ও চিন্তা নির্লজ্জভাবে চুরি করতে পারে?’ এসময় ‘বিএনপি ইমিটেট (অনুকরণ) করতে পারে, ইনোভেট (উদ্ভাবন) করতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটু আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তাদের তথাকথিত ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছেন। তার এই ‘ভিশন ২০৩০’ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন, এই বেলুন অচিরেই চুপসে যাবে। এটা জাতির সঙ্গে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’
২০০৮ সালে ‘ভিশন ২০২১’ উপস্থাপনের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা দেশের সামনে প্রথম কোনও সার্বিক উন্নয়নের রোডম্যাপ উপস্থাপন করেছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশের ওপর আস্থা রেখে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কী ‘ভিশন’ থাকা উচিত, তা দেশের মানুষ নিরবচ্ছিন্নভাবে গত নয় বছর ধরে দেখছে। শেখ হাসিনা কেবল কাগজে-কলমে নয় বা স্বপ্নে নয়, ভিশন ২০২১কে বাস্তবে পরিণত করেছেন। সেই কারণেই বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম বাংলাদেশের এই অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে।’ শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার আজকের এই ‘ভিশন ২০৩০’ একটি মেধাহীন, অন্তঃসারশূন্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন।’ খালেদা জিয়ার বক্তব্য তার দলের অজ্ঞতাকে নগ্নভাবে প্রকাশ করেছে দাবি করে কাদের বলেন, ‘তিনি অনেক বিষয়ে উপস্থাপন করেছেন যেগুলো এরই মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে এবং চলমান রয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির কাছে সততার বুলি, বিচারহীনতার সংস্কৃতি, মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথা শোনাটা জাতির জন্য খুবই অপমানজনক। কারণ তাদের নেতা জিয়াই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বাংলাদেশে বিচারহীনতার নজির স্থাপন করেছিলেন।’
দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই এটা নিয়ে মতবিরোধ ছিল। অথচ খালেদা জিয়া দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট দাবির মাধ্যমে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে চান। আমি তাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা সত্ত্বেও তিনি এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কাকে খুশি করতে চান? উনি কেমন করে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন? ক্ষমতায় থাকতে তো তিনি তার দলের রাষ্ট্রপতিকে বিনা কারণে অপসারণ করেছিলেন। তার কথায় মনে হয়, তিনি রাষ্ট্রপতি হতে চান আর তার দুর্নীতিবাজ পুত্র তারেককে বানাতে চান প্রধানমন্ত্রী!’
কাদের বলেন, ‘খালেদা জিয়া সংসদকে কার্যকর করার কথা বলেছেন। অথচ তিনি বিরোধীদলীয় নেতা থাকার সময় মাত্র ১০ দিন সংসদে গিয়েছিলেন। তার মুখে সংসদ কার্যকরের কথা মানায় না। তাছাড়া তিনি বরাবরের মতো এবারও যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তিনি স্বাধীনতাবিরোধীদের পক্ষে আছেন এবং পক্ষেই থাকবেন। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়েই তারা রাজনীতি করবে। তাদের ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, সন্ত্রাসবাদ কায়েমের ভিশন, দেশ বিক্রির ভিশন।’
‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের মতো সক্ষমতা বিএনপির নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ইতিহাস নেতিবাচক রাজনীতির ইতিহাস, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির স্রষ্টা বিএনপি। তাদের আন্দোলন করার মতো শক্তিমত্তা জঙ্গি ও সন্ত্রাসবাদের পদতলে দলিত হয়ে গেছে। ‘ভিশন ২০৩০’ সাল পর্যন্ত পৌঁছার পথ তাদের জন্য খোলা নেই। বিএনপির ভিশন যেমনই হোক এতে কোনও নতুনত্ব নেই। ইতিহাস বলে, এ দেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছে ভিশনারি আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বপ্ন দেখিয়ে জাতিকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। সংবিধান দিয়েছে। পঁচাত্তরের পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ জাতির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। আর অন্যরা সব জাতির সঙ্গে প্রতারণা করেছে। এখনও তাই হচ্ছে।’

এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এমও/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী