X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপিই প্রথম ২০০১ সালে ভিশন পরিকল্পনা পেশ করে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৬:৫৯আপডেট : ১১ মে ২০১৭, ১৬:৫৯

মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপিই প্রথম ভিশন পরিকল্পনা পেশ করে ২০০১ সালে নির্বাচনের আগে। পরে আওয়ামী লীগ তা অনুসরণ করেছে।’ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার (১০ মে ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এর ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাব দেন  মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, ২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ভিশন ২০০১ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ঈর্ষান্বিত হয়ে অরাজনৈতিক ভাষায় ‘ভিশন-২০৩০’ এর সমালোচনা করছে। কোনোকিছু গভীরভাবে খতিয়ে দেখে বিবেচনা করার মেধা ও যোগ্যতার অভাবে গৎবাঁধা মেঠো সমালোচনা করা তাদের পুরনো অভ্যাস।’

বিএনপি মহাসচিব দাবি করে বলেন, ‘বিএনপি বরাবর ভিশনারি দল। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ভিশনারি নেতৃত্ব। এদেশে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, কৃষি, শিল্পায়ন ও রাষ্ট্রব্যবস্থাসহ সব ক্ষেত্রে যে আধুনিকায়ন ও ইতিবাচক সংষ্কার, তা বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই এসেছে। একদল থেকে বহুদলীয় গণতন্ত্র জিয়া উপহার দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র খালেদা জিয়া উপহার দিয়েছেন স্বৈরাচারকে পরাজিত করে নির্বাচিত হয়ে এসে।’

ফখরুল বলেন, ‘বাক-ব্যক্তি-সংবাদপত্র ও বিচারবিভাগের স্বাধীনতা বিএনপি দিয়েছে। সমাজতন্ত্রের নামে লুটতরাজের কমান্ড ইকোনমির জায়গায় জিয়া বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে মুক্ত ও প্রতিযোগিতামূলক করেছেন।’

ফখরুল জানান, পরিবেশ দূষণ রোধে বিএনপি সরকার যুগান্তকারী সাফল্য অর্জন করেছিল ক্ষতিকারক পলিথিন ও কালো ধোঁয়ার থ্রি হুইলার যান নিষিদ্ধ করে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের শীর্ষ জঙ্গি নেতাদের জীবিত আটক করে তাদের বিচার বিএনপি সরকারই নিশ্চিত করে। জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো ও শক্তি নিঃশেষ করে দিয়েছিল বিএনপি।’

এছাড়াও যমুনা সেতুর অর্থায়ন ও নির্মাণকাজের ৭০% এবং গার্মেন্ট শিল্পের দ্বারোদঘাটন ও বিকাশ, বিদেশে ব্যাপক কর্মসংস্থান বিএনপির অবদান বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

এ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এ রকম বহু ক্ষেত্রেই তারা আমাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি অনুসরণ করেছে। এতে আমরা আপত্তি করিনি বরং গৌরব অনুভব করি।’

সংবাদ সম্মেলনে ভিশন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ভিশন দিলেও তা বাস্তবায়ন করে না। সে যোগ্যতা তাদের নেই। তারা দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, অপশাসন আর গলাবাজি ও ধাপ্পায় লিপ্ত থাকে। তাদের দিনবদলের ঘোষণাও এখন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে।’

তিনি দাবি করেন, ‘বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে। অতীতে তা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও হবে।’

ফখরুল আরও দাবি করেন, ‘বিএনপিই ইন্টারনেটের পাইওনিয়ার। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কখন? ১৯৯৩ সালে বুলেটিন বোর্ড সিস্টেম বা বিবিএস পদ্ধতিতে ডায়াল-আপ এর সাহায্যে ইমেইল ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। অফলাইন ইমেইলের মাধ্যমে এ দেশে ইন্টারনেট ব্যবহার প্রথম শুরু হয় ১৯৯৫ সালে। দু'টো যুগান্তকারী ঘটনাই ঘটে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলে।’

ফখরুল বলেন,  ‘বিএনপির নির্বাচিত সরকারই বাংলাদেশে প্রথম জরুরি ভিত্তিতে প্রথম ‘একশ' দিনের কর্তব্য তালিকা নির্ধারণ ও তা বাস্তবায়ন করে।’

/এসটিএস/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়