X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিথ্যা প্রচারণাকে প্রশ্রয় দিয়েছেন খালেদা জিয়া: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ২২:৫১আপডেট : ১৩ মে ২০১৭, ২৩:১০

রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া শুধু মহান মুক্তিযুদ্ধের অবমাননাই করেননি, একাত্তরে পরাজিত পাকিস্তান ও তাদের দোসরদের মিথ্যা প্রচারণাকেও প্রশ্রয় দিয়েছেন। শনিবার (১৩ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবে একাত্তরের ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।’ 
রাশেদ খান মেনন  বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামাত জোট মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে তৎপর ছিল। কিন্তু জনতা তাদের সে চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। ১৯৭১ এর ২৫ মার্চের কালো রাতে এখানে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ-থান্ট বলেছিলেন, ‘এ ভয়াবহতম হত্যাকাণ্ডের মধ্যদিয়ে পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু নিশ্চিত হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রকাশ করা মার্কিন দলিল পত্রেও গণহত্যার প্রমাণ মিলেছে।’

রাশেদ খান জানান, ‘স্বাধীনতা পরবর্তী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি সংস্থা জরিপ চালিয়ে জানায়, মুক্তিযুদ্ধে কমপক্ষে তিন মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন। একাত্তরের ২৫ মার্চের প্রথম প্রহরে নিষ্ঠুর হত্যাযজ্ঞে জাতি মুহূর্তেই ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে উঠেছে।’

মন্ত্রী আরও বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে শুধু জাতীয় সংসদে প্রস্তাব পাশই যথেষ্ট নয়। এর জন্য নিরবিচ্ছিন্ন প্রচারণা চালাতে হবে। কূটনৈতিক চ্যানেলেও তৎপরতা চালাতে হবে। সামাজিক মাধ্যমগুলোকেও ব্যবহার করতে হবে।

/সিএ/এসএমএ/

আরও পড়ুন
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: মেনন

পর্যটন বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মেনন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া