X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ভিশন ২০৩০’ ঘোষণায় ঘুরে দাঁড়িয়েছে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১৯:৫৬আপডেট : ১৪ মে ২০১৭, ১৯:৫৬

মির্জা ফখরুল ‘ভিশন ২০৩০’ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ঘোষিত ‘ভিশন-২০৩০’ নিয়ে এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি অনেক এগিয়েছে। ‘ভিশন ২০৩০’ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে।’’
ভিশন- ২০৩০ ঘোষণা শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া দেওয়ার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ নেতারা) বলছেন এটা ফাঁপা বেলুন। কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি পরিবর্তন করেছে।’
বিএনপি আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেভাবেই হোক তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রপরিচালনার দায়িত্বে। তাদের কাছ থেকে আমরা গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি।’
বিএনপির ভিশনে জোটের অন্যতম শরিক জামায়াতে না থাকার ব্যাখ্যায় তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে এই বলে ঐক্য হয়েছিল যে, জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে থাকবে জামায়াত। এর বাইরে অন্য কিছু নয়। তাদের সঙ্গে যে জোট, সেটা পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে সেটা এই মুহূর্তে বলার অবকাশ নেই। সুতরাং এখানে জামায়াতের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।’
আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘ভিশন-২০৩০’ এর সমালোচনা করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া তার অনেক বক্তব্যে র‌্যাব বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু যে ভিশন দিয়েছেন সেখানে র‌্যাব বিলুপ্তির কথা বলেননি। এমনকি জনগুরুত্বপূর্ণ রামপাল ইস্যু নিয়েও কোনও কথা বলেননি। এমনকি রামপাল শব্দটিও নেই।’

শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, “খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ কাগজে লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে আরও অনুশীলন করতে হবে। সম্ভব হলে সারাদেশে বিএনপির কর্মীদের মাধ্যমে জনগণের কাছে এই ভিশন তুলে ধরতে হবে।” 

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন- ২০৩০’ ঘোষণায় বলেছেন- বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ডকে যথাযথভাবে সম্মান ও গুরুত্ব দেওয়া হবে।  প্রশ্ন থেকে যায়, যদি বিএনপি আগামী দিনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেক্ষেত্রে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কী হবে? রাজনৈতিক জোটে থাকা জামায়াত তো থাকবেই? যাদের এখন যুদ্ধাপরাধে জড়িত থাকার অপরাধে বিচার করা হচ্ছে। তিনি (খালেদা) এ বিষয়টি স্পষ্ট করেননি। তাই আমি মনে করি খালেদা জিয়ার ঘোষিত ‘২০৩০ ভিশন’ এ সত্যতা, সঠিকতা, আন্তরিকতা যেমন আছে, তেমনি আছে ভক্তি প্রবণতা।”

প্রফেসর দিলারা চৌধুরী বলেন, “খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ এর মাধ্যমে যে স্বপ্ন দেখিয়েছেন তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক। কারণ, বর্তমানে বাংলাদেশে মত প্রকাশের সুযোগ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র অত্যন্ত প্রয়োজন। দেশের জনগণের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা রয়েছে। সময় এসেছে আমাদের সবাইকে এখন জাতি হিসেবে সুসংগঠিত হবার। আর সেক্ষেত্রে প্রথম প্রয়োজন হবে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।”

এছাড়া গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, তথ্য বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন বকুল, সাংবাদিক রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী প্রমুখ।

বৈঠকে সঞ্চালক ছিলেন ব্যারিস্টার পারভেজ আহমেদ।

সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল রিসার্চ স্টাডিজ এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

/আরএআর /এসএমএ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে