X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের নাম হওয়া উচিত ছিল মিথ্যা ফখরুল: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৭, ২০:১৮আপডেট : ১৫ মে ২০১৭, ২০:১৮

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনেকেই বলেন, মির্জা ফখরুল ইসলামের নাম হওয়া উচিত ছিল মিথ্যা ফখরুল ইসলাম। আমি সেভাবে দেখতে চাই না। তবে তিনি মিথ্যা বলায় পারদর্শী সেটা প্রকাশ পেল।’ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভিশন নিয়ে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের আগেই নাকি বিএনপি ভিশন দিয়েছে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তারা (বিএনপি) কখন, কোথায় ভিশন ঘোষণা করেছে, এটাও অনুসন্ধানের বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কানে কানে খালেদা জিয়া ঘোষণা করেছেন?’
হাছান মাহমুদ বলেন, ‘পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার তকমা থেকে বেরিয়ে আসার ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপি ভিশন ঘোষণা করেছে।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বলেছেন, জাতিকে রংধনু জাতিতে পরিণত করবে। রংধনু আকাশে হঠাৎ উদিত হয়ে  ‍মুহূর্তেই মিলিয়ে যায়। বিএনপির ভিশনটাও সেরকম। তাই ভিশন ঘোষণার সঙ্গে সঙ্গেই হাওয়ায় মিলিয়ে গেছে।’
এসএসসি পরীক্ষার ফল নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রশ্ন তোলার সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং সাধারণ জনগণ হতবাক হয়েছে। তবে খালেদা জিয়ার অভিযোগে আমরা হতবাক হইনি। তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, তিনি (খালেদা জিয়া) এসএসসি পরীক্ষার বৈতরণী পার হতে পারেননি। তাই এখন হয়তো তার এ মনোবেদনা। এ কারণে তিনি পাসের হার নিয়ে প্রশ্ন তুলেছেন।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার নম্বরপত্র থেকে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সাংবাদিকদের সামনে তুলে ধরেন আওয়ামী লীগের এই নেতা।
হাছান মাহমুদ বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়, পিতা-মাতা ও শিক্ষকদের পরিশ্রমের কারণে তারা পাস করেছে। যেহেতু তিনি (খালেদা জিয়া) এসএসসি পরীক্ষায় পাস করেননি, দেশের ছেলে-মেয়েরা কেন এত বেশি পাস করবে, তাই তিনি প্রশ্ন তুলবেন?’

এ সময় এসএসসি পরীক্ষায় পাসের জন্য শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পত্র-পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু প্রমুখ।

/পিএইচসি/এসএমএ/

আরও পড়ুন
বিএনপির ‘ভিশন ২০৩০’-এ চাপ বাড়েনি আ. লীগে

শেখ হাসিনাকে অনুসরণ ও অনুকরণ করেছেন খালেদা জিয়া: বাণিজ্যমন্ত্রী

আ.লীগের আইডিয়া চুরি করেছে বিএনপি: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া