X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের জোট নয়, ভেঙেছে বিএনএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:৫৫

এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট নয়, নাম সর্বস্ব দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) ভেঙে গেছে। মঙ্গলবার (১৬ মে) রাতে জোটটি চেয়ারম্যান সেকান্দার আলীকে কয়েকটি কারণ দেখিয়ে অব্যাহতি দিয়ে জোটের নতুন নেতৃত্ব ঠিক করেছে বিএনএ’র একটি অংশ। যদিও দুই অংশের নেতারাই দাবি করছেন, তারা এরশাদের জোট ছাড়েননি এবং এখনও সম্মিলিত জাতীয় জোটের শরিক হিসেবেই আছেন। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তারা এসব কথা জানান।
গত ৭ মে দু’টি নিবন্ধিত রাজনৈতিক দল ও দু’টি নাম সর্বস্ব জোট নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেন এরশাদ। নিবন্ধিত দল দু’টো হচ্ছে জাতীয় পার্টি ও ইসলামি ফ্রন্ট। জোট দু’টো হচ্ছে, জাতীয় ইসলামি মহাজোট ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)।
মঙ্গলবার বিএনএ’র চেয়ারম্যান সেকান্দার আলীকে অব্যাহতি দিয়ে গণজাগরণ পার্টির চেয়ারম্যান সেলিম হায়দারকে চেয়ারম্যান, আমজনতা পার্টির চেয়ারম্যান বেনজির আহমদকে সদস্য সচিব ও গণ অধিকার পার্টির চেয়ারম্যান হোসেন মোল্লাহকে মুখপাত্র করা হয়।
হোসেন মোল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিএনএ’র নেতৃত্ব ঠিক করেছি, এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জোট থেকে বেরিয়ে আসিনি। স্যার (এরশাদ) যদি আমাদের রাখেন, আমরা থাকব।’
সেকান্দার আলীকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে হোসেন মোল্লাহ বলেন, ‘উনি (সেকান্দার আলী) ৭ মে সম্মিলিত জাতীয় জোটে প্রতিনিধিদের নামের তালিকা নিজের মতো করে দেন। জোটে বৈঠক করে চার জনের নাম দেওয়ার কথা থাকলেও তিনি একাই নাম জমা দেন। ফলে তিনি জোটের শরিকদের মর্যাদা ক্ষুন্ন করায় শরিকরা সবাই মিলে তাকে অব্যাহতি দিয়েছে। কিন্তু তাকে জোট থেকে বাদ দেওয়া হয়নি।’
জানতে চাইলে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকান্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। এদের কন্ট্রোল করা কঠিন। খুব কঠিন। তারা এরশাদের জোটেও নেই। আর আমাকে কেন বাদ দেবে? আমিই তো তাদের বিএনএতে নিয়েছি। রাজনীতি করা খুব কঠিন।’
এ বিষয়ে এরশাদের রাজনৈতিক সচিব ও সম্মিলিত জাতীয় জোটের সমন্বয়ক সুনীল শুভরায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা বিএনএ’র আভ্যন্তরীণ বিষয়। আমাদের জোটে কোনও ভাঙন ধরেনি। আর যারা জোটে থাকতে চায়, তারা তো থাকবেই।’
উল্লেখ্য, গত কয়েকবছরে কয়েকবার ভেঙেছে বিএনএ। ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে এই জোট শুরু হলে তাকেও অব্যাহতি দিয়ে নিজেই চেয়ারম্যান হন সেকান্দার আলী। এর আগে বিএনএ ছিল বিএনএফ। ওই দল থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করে ২০১৪ সালে নির্বাচনে অংশ নেন আবুল কালাম আজাদ। সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।
এরশাদের সম্মিলিত জাতীয় জোটে নাম জমা দেওয়ার সময় বিএনএতে ২২টি দল আছে বলে তালিকা দিয়েছিলেন সেকান্দার আলী। যদিও হোসেন মোল্লা দাবি করছেন, জোটে দল আছে মাত্র ১২টি। তিনি বলেন, ‘সত্য তো প্রকাশ হবেই। ভুলভাল তথ্য দিয়ে লাভ কী! বিএনএতে দল আছে ১২টি। উনি (সেকান্দার আলী) স্যারের কাছে নাম দেন ২২টির। এটা করবেন কেন? এসব কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
বিএনএ’র অন্তর্ভুক্ত দলগুলো হলো— বাংলাদেশ লেবার পার্টি, গণজাগরণ পার্টি, জাতীয় তফসিল ফেডারেশন, আমজনতা পার্টি, আওয়ামী পার্টি, গণ অধিকার পার্টি, ইসলামি গণতান্ত্রিক লীগ, প্রতিবাদী জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, তৃণমূল লীগ, সচেতন হিন্দু পার্টি ও বাংলাদেশ মাইনরিটি পার্টি।
/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!