X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

থাকছে না ওলামা লীগ, ইসলামিক ফোরাম গঠনের প্রস্তাব

পাভেল হায়দার চৌধুরী
২২ মে ২০১৭, ১৮:৫৩আপডেট : ২২ মে ২০১৭, ২১:১৯



ওলামা লীগ ওলামা লীগথাকছে না ওলামা লীগ। সংগঠনটিকে বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সংগঠনটি দলাদলি ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে। অবশ্য সংগঠনটিকে পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিলুপ্ত ঘোষণা করেছেন।’ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি আলাদা ইসলামিক ফোরাম গঠেনের প্রস্তাব দিলে তিনি এই তথ্য জানান। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

কার্যত ওলামা লীগ নামে আওয়ামী লীগের কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন নেই। তবে, আওয়ামী লীগ-সমর্থিত আলেমরা এই নামে সংগঠন চালিয়ে আসছিলেন। যে সংগঠন কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়ে এবং সংগঠিত বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সংগঠনটির বিভক্ত অংশের নেতারা পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং এক গ্রুপ আরেক গ্রুপকে রাজাকার বলেও অভিযুক্ত করেছে। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল সাংবাদিকদের জানিয়েছিলেন, ওলামা লীগ নামে আওয়ামী লীগের কোনও সংগঠন নেই।

সম্প্রতি আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অন্য সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ভেঙে বন্ধুবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নামে একটি নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে, এই সংগঠনকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কি না এই বিষয়ে এখনও দল থেকে স্পষ্ট করা হয়নি।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, ‘আইনজীবীদের একটি পৃথক ফোরাম করেছি আমরা। আমার মনে হয় ইসলামী একটি ফোরামও প্রয়োজন হয়ে পড়েছে। সামনে রমজান মাস, তখন ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান ওই ফোরামের মাধ্যমে করা যাবে।’ তিনি বলেন, ‘‘আমরা গতানুগতিক ফোরাম দাঁড় করাব না। আমাদের আদর্শ ধারণ করেন, এমন আলেমদের নিয়ে এই ‘প্ল্যাটফর্ম’ করা যেতে পারে।’’

এই প্রস্তাবের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করে মাহাবুবউল আলম হানিফ ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি বলেন, ‘আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, এখানে পৃথক ফোরাম কতখানি যুক্তিযুক্ত হবে, তা ভেবে দেখা দরকার। এছাড়া আমাদের ধর্ম সম্পাদকের একটি পদ রয়েছে। এ পদের দায়িত্বে যিনি আছেন, তিনি ইসলামিক কার্যক্রমগুলো সম্পাদন করতে পারেন।’

এ সময় ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ধর্মীয় নানা কার্যক্রমে আমরা তো সম্পৃক্ত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি।’ জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ওলামা লীগ নামে আমাদের একটি ইসলামিক সংগঠন ছিল। এই ফোরাম কেন হয়েছিল, আর কেনই বা নেই?’

আওয়ামী ওলামা লীগ সম্পর্কে আব্দুল্লাহ বলেন, ‘ওই সংগঠনে দলাদলি ও বিতর্কিত সাম্প্রদায়িক কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়। অবশ্য ওই সংগঠন পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিলুপ্ত ঘোষণা করেন।’ ইসলামিক ফোরাম নিয়ে আলোচনা করা হলেও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে বিষয়টির আলোচনা শেষ হয়।

/পিএইচসি/ ইএইচএস /এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা