X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী বৈরী পরিবেশ বিরাজ করছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৮:৫৭আপডেট : ২২ মে ২০১৭, ১৯:০৮

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা বিনিময় সভা শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই বৈরী পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা জানেন যে সৌদি আরবে মুসলিম প্রধান দেশগুলোসহ যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হাজির হয়েছিলেন। তার সম্পর্কে কী বলব; তিনি করেছেন, কী করছেন, তা সবাই জানেন। সেই সম্মেলনে ইসলামিক এক্সট্রিমিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। সৌদি আরবের সঙ্গে আমেরিকার একটি ডিল হয়েছে। সাড়ে সাতশ বিলিয়ন ডলারের ডিল। এত বড় ডিল এর আগে কখনও হয়নি। বিশ্বজুড়ে অধিকার হরণ করার যে রাজনীতি চলছে, এর মধ্য দিয়ে আমাদেরও যেতে হচ্ছে।’
সোমবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে এক শুভেচ্ছা বিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শুভেচ্ছা বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘এখন সবচেয়ে খারাপ সময় চলছে। গণতন্ত্রের মুখোশ শুধু পড়ে আছে। এই দেশে চলছে এক নেত্রীর শাসন। মানবাধিকার নেই, জবাবদিহিতা নেই, সুশাসন নেই। একটি সংসদ অকার্যকর হয়ে আছে। সারাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে এই দেশের সরকার।’
গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘এটা কোনও তল্লাশি নয়, এটা আক্রমণ। এটা গণতন্ত্রের ওপরে আক্রমণ। যখন বিএনপি রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার জন্য কাজ করছে, তখন এ ধরনের আক্রমণ গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এ ঘট্নার প্রতিবাদে আমরা ২৪ মে সমাবেশ করার অনুমতি চেয়েছি। আশা করছি, সরকার আমাদের অনুমতি দেবে।’ এসময় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিদিন বিএনপির ১০-১২ জন করে নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র যুগ্ম মাহসচিব রুহুল কবীর রিজভী ও হাবীব উন নবী খান সোহেল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা করেন, অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকরা তাদের পাশে থাকবেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি: প্রতিবাদ সভার সিদ্ধান্ত

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: বুধবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক