X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রমজানের আগেই আযমী ও আরমানের সন্ধান চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২০:৩৪আপডেট : ২৫ মে ২০১৭, ২০:৩৪

আযমী ও আরমান দলের সাবেক আমীর গোলাম আযমের পুত্র, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মীর কাসেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সন্ধান চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির আমির মকবুল আহমাদ আসন্ন রমজানের আগেই তাদের পরিবার-পরিজনের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।
জামায়াতের প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘আবদুল্লাহিল আমান আল আযমী এবং মীর আহমাদ বিন কাসেম আরমানের জন্য তাদের মাসহ পরিবার-পরিজন দুঃখ বেদনায় ভারাক্রান্ত। তারা এখনও তাদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।’
প্রচার বিভাগ জানায়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত পৌনে ১২টায় আবদুল্লাহিল আমান আল আযমীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এবং ৯ আগস্ট রাত ১১টার পর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আটক করা হয়।’
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘যদিও আটক করার কথা অব্যাহতভাবে অস্বীকার করে আসছে। তাদের অপহরণের প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনও খবর পাওয়া যাচ্ছে না।’

মকবুল আহমাদ বলেন, ‘তাদের অপেক্ষায় তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন অত্যন্ত পেরেশানীর মধ্যে বসবাস করছেন। তাদের অপহরণ করে দেশের অইন ও সংবিধান লংঘন করা হয়েছে। সরকারের এ ধরনের বেআইনি ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির
বগুড়ায় ‘ওলামায়ে মাশায়েখ পরিষদের’ ইফতার মাহফিল থেকে ৯ জন আটক
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা