X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৮:৫৫আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:৫৫

মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরকারকে সরাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, `নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়তে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সভার আয়োজন করে যুবদল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন। যেহেতু তল্লাশি করে পুলিশ বলেছে- প্রাপ্তি শূন্য। তাই স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আসলে সরকার চালাচ্ছে আওয়ামী লীগ নেতারা নাকি, গোয়েন্দারা?’
ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি রাষ্ট্রের জন্য বিপদজনক। তাহলে কোনও গোয়েন্দা সংস্থা পুলিশকে বিভ্রান্ত করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জবাব দিতে হবে।’
বিএনপির ‘ভিশন-২০৩০’ দেওয়ার পরেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ করে ফখরুল বলেন, অনেকের সন্দেহ, তারা (আওয়ামী লীগ) সুস্থ আছে কিনা। তাদের কাছে হত্যা, গুম, খুন এখন কোনও ব্যাপারই না।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের ব্যবহার করছে বিরোধীদলকে দমন করতে। স্পষ্ট করে বলতে চাই- আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনে যারা আছেন তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান। কর্মকর্তারা যারা জনগণের ওপর নির্যাতন করছেন তাদেরকে এর দায়দায়িত্ব নিতে হবে। আর উচ্চাবিলাসী যেসব কর্মকর্তারা মনে করছেন, এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত করেছে এই সরকার। কিন্তু ফেরাউন, নমরুদ ও এরশাদ পারেনি।’

যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে বলেও উল্লেখ করেন মির্জা ফকরুল ইসলাম।

যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখেন।

/এসটিএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!