X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২২:০০আপডেট : ২৮ মে ২০১৭, ২২:১২

এতিম ও আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিনে বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও শিক্ষক-আলেমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (২৮ মে) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার আয়োজন করা হয়। ইফতারের আগে খালেদা জিয়া আলেম ও এতিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতারের আগে মঞ্চে উঠে নিজের চেয়ার থেকে দূরে বসানো দুই শিশুকে নিজের কাছে বসিয়ে ইফতার করেন বিএনপিপ্রধান। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মমতাবোধের জায়গা থেকেই খালেদা জিয়া ওই দুই শিশুকে পাশে বসিয়ে ইফতার করেছেন।
ইফতারের আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয় (ছবি- ফোকাস বাংলা) শায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাশে বসা দুই এতিম শিশুর সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, পরিবার ও পড়ালেখার খোঁজ-খবর নিয়েছেন।’
বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, ইফতারে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরেরপুল মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার দুই শতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেন। এসময় সাইয়িদ কামাল উদ্দিন জাফরী, মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আব্দুল মোমেন নাছেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলনায়তনে প্রবেশ করে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) শায়রুল বলেন, ‘বিকাল ৬টা ২০ মিনিটে মিলনায়তনে প্রবেশ করেন খালেদা জিয়া। এসময় বিভিন্ন টেবিলে বসা মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।’ ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বলে জানান শায়রুল।
ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, আবদুস সালাম প্রমুখ অংশ নেন।
/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!