X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদ: আটক ৯ ছাত্রনেতার মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২৩:১৩আপডেট : ২৮ মে ২০১৭, ২৩:২৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করে তা সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপনের প্রতিবাদের মিছিল থেকে পুলিশের হাতে আটক ৯ ছাত্রনেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। রবিবার (২৮ মে) দুপুরে বায়তুল মোকাররম উত্তর চত্বরে প্রতিবাদ সমাবেশ করে দলটি।
ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন বলেন, ‘গতকাল গভীর রাতে (শনিবার দিবাগত রাত) প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। ভোররাত পর্যন্ত অবস্থান করে আমাদের নেতাকর্মীরা মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল বের করে। এসময় পেছন থেকে পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে। মিছিল থেকে ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, প্রচার সম্পাদক ইলিয়াস হাসানসহ নয় ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ।’
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘গ্রিক দেবীর মূর্তি পুনঃস্থাপন কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মূর্তি ধ্বংস করতে বাধ্য করা হবে।’
সমাবেশে জানানো হয়, আটক নেতাকর্মীদের মুক্তি ও গ্রিক ‘মূর্তি’র পূর্ণ অপসারণের দাবিতে সোমবার (২৯ মে) দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, পৃথক এক বিবৃতিতে আটক নয় নেতাকর্মীর মুক্তি দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। রবিবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান এ দাবি জানান।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!