X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবার সারাদেশে বাজেট পরবর্তী আনন্দ মিছিল করবে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
০১ জুন ২০১৭, ১২:১৮আপডেট : ০১ জুন ২০১৭, ১২:২৫

আওয়ামী লীগ ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আর কিছুক্ষণের  মধ্যে ঘোষণা করা হবে। এবারের বাজেটের আকার প্রায় চার লাখ কোটি টাকার। নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর এবার সারাদেশে আনন্দ মিছিল করার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আনন্দ মিছিলের মধ্যদিয়ে বড় ধরনের ‘শো ডাউন’ করাই এর মূল লক্ষ্য। আগের বছরগুলোতে ঢাকায় বাজেটের সমর্থনে মিছিল করলেও এবার ঢাকার বাইরে মিছিল করার কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে।

জানা গেছে, সকল সাংগঠনিক জেলায় বাজেট ঘোষণার পর মিছিল করা বাধ্যতামূলক করা হয়েছে। বাজেটের সমর্থনে সমমনা অন্য রাজনৈতিক দল ও সংগঠনকেও মিছিল করতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়েছে। 

এরই অংশ হিসেবে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেন।  বুধবার বিকালে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সকল সহযোগী সংগঠনকে ঢাকায় এবং ঢাকার বাইরে মিছিলের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন বলে জানা গেছে। ওই বৈঠকে ঘূর্ণিঝড় ‘মোরা’ যেসব অঞ্চলে আঘাত হেনেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে, সেসব এলাকায় ত্রাণ সরবরাহ করতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্যোগপূর্ণ এলাকায় যাবে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো এ তথ্য জানায়।

আগামী নির্বাচনকে মাথায় রেখে দলটির শক্তি, সামর্থ্য ও জনপ্রিয়তা প্রমাণ করাই বাজেট পরবর্তী মিছিলকে এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ঢাকাসহ সারাদেশে বাজেট পরবর্তী মিছিল করার নির্দেশ দিয়েছেন। গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের এক বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক সকল জেলায় বাজেট ঘোষণার পর আনন্দ মিছিল করতে নির্দেশ দেন তিনি। ওই সভায় তিনি বলেন, ‘এবারের বাজেট ঘোষণার পর আমি চাই আপনারা সারাদেশে মিছিল করবেন-গণমুখী, কল্যাণমুখী, উন্নয়নমুখী বাজেট আখ্যায়িত করে।’ ওই সভায় তিনি আরও বলেন, ‘এটা সরকারের প্রচারণা। আপনারা সবাই অবশ্যই মিছিল করবেন। ’

আওয়ামী লীগের দফতর সূত্র জানায়, এরই মধ্যে সারাদেশের সবগুলো সাংগঠনিক জেলায়ও বাজেট পরবর্তী আনন্দ মিছিল করতে নেতাকর্মীদের জানানো হয়েছে। অন্যান্য বার বাজেট ঘোষণার পর শুধু ঢাকায় আনন্দ মিছিল করা হতো। এবার সারাদেশে আনন্দ মিছিল করতে ঢাকা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২০ মে বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট পরবর্তী আনন্দ মিছিল করতে আমাদের নির্দেশ দিয়েছেন।’ তিনি জানান, ‘বাজেট পরবর্তী মিছিলের প্রস্তুতি রয়েছে আমাদের। তবে রোজার মাস থাকায় সেভাবে হয়তো জমবে না। ’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক বলেন, ‘গত ২০ মে বর্ধিত সভায় যোগ দিতে আমরা যখন ঢাকায় যাই,তখন ওই সভায় বাজেট পরবর্তী মিছিলের কথা আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের উন্নয়নের চিত্র বাজেটের মধ্য দিয়ে জনসম্মুখে উঠে আসে। দলের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই তা জনগণের কাছে তুলে ধরতে নানা কর্মসুচি পালন করবো।’

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ বলেন, ‘বর্ধিত সভায় বাজেট পরবর্তী প্রচরণায় শরীক হতে আমাদের বলা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের উন্নয়নের চিত্র বাজেট। দলের প্রচারণার মধ্য দিয়ে জনগণের কাছে আমরা সেই চিত্র তুলে ধরবো।’ 

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, বাজেটের পর আনন্দ মিছিল করা হবে। এজন্যে এবার কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সবাই প্রস্তুত রয়েছেন। ওই দুই নেতা বলেন, সারাদেশে মিছিলের সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। তবে নাম প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানাতে কেউ রাজি হচ্ছেন না। 

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক