X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাজেটের নামে জনগণের পকেট কাটছে সরকার: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ১৮:২৫আপডেট : ০২ জুন ২০১৭, ১৮:২৯

 

আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত) বাজেটের নামে সরকার জনগণের পকেট কেটে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জোর করে সাধারণ মানুষের পকেট থেকে সরকার করের নামে ১৫ শতাংশ ভ্যাট আদায় করছে। শেয়ারবাজার ধ্বংস করে, ব্যাংক লুট করে এবার সাধারণ মানুষের পকেট লুট করছে।’ শুক্রবার বিকালে রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাজেটের নামে করের টাকা যাচ্ছে কোথায়? সরকার মেগা প্রজেক্ট করছে। ৮ হাজার কোটি টাকার প্রোজেক্ট ২৮ হাজার কোটি টাকা করছে। সরকারে অনুসারীরা প্রতিবছর ৭০ থেকে ৮০ কোটি টাকা বিদেশে পাচার করছে। সুইস ব্যাংকে জমা করছে, বিদেশে বাড়ি করছে। সব প্রকাশ পাচ্ছে।’

দেশের প্রবৃদ্ধি নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যে দেশের মানবসম্পদের উন্নয়ন হয় না, সে দেশের প্রবৃদ্ধি সাত শতাংশ হয় কিভাবে? দেশের প্রবৃদ্ধির তথ্য নিয়ে বিভ্রাটে নেমেছে সরকার।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন-ব্যবস্থা, রাজনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেভাবে দেশের অর্থনীতিও ভেঙে পড়েছে। দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। যে সরকার বাজেট দিয়েছে, সে সরকারও নির্বাচিত নয়। যে সংসদে বাজেট পেশ হয়েছে, সেটিও নির্বাচিত নয়। বাজেট নিয়ে জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নেই ।’

সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি