X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করের কারণে কয়েকগুণ বাড়বে নিত্যপণ্যের দাম: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ১৯:৩৪আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:২৩

 

বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়াসহ অন্যরা প্রস্তাবিত বাজেটে দুর্নীতির সুযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা। তিনি বলেন, ‘আজ দেশের কী অবস্থা? মানুষের কত সমস্যা, এই সমস্যার পরও বাজেটে যে কর বসানো হয়েছে, তাতে প্রমাণিত হয়, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এ জন্যই জনগণের সমস্যা তাদের চোখে পড়ে না। যেভাবে কর বসানো হয়েছে, তাতে করের কারণে কয়েকগুণ বাড়বে নিত্যপণ্যের দাম।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় আয়োজিত  বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথাবলেন।

খালেদা জিয়া  বলেন,  ‘জনগণের সঙ্গে এ সরকারে কোনও সম্পর্ক নেই। কারণ তারা (সরকার) জনগণের ভোটে নির্বাচিত নয়। সে জন্য জনগণের কষ্ট তাদের চোখে পড়ে না। তাই দেশে প্রয়োজন সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার, যারা জনকল্যাণে কাজ করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’

সরকারের আবদারে কান দেবেন না

নির্বাচন কমিশনকে সরকারের আবদার না শোনারও আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘ইসিকে বলব, সরকার যা বলবে, তাই না শুনে  জনগণের মতামত নিতে হবে।’  তিনি বলেন, ‘বিএনপি দেশে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তবেই প্রমাণিত হবে, কার পায়ের নিচে মাটি আছে। সরকার জনগণকে ভয় পায় বলে নির্বাচন দেওয় না ।’   

ঐক্যবদ্ধ হয়ে জনগণকে অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘শেখ হাসিনার অধীনে জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সরকার গণবিরোধী। তাই তাদের বিতাড়িত করা বিএনপির একার দায়িত্ব নয়। সবাইকে দায়িত্ব নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটাতে হবে।’

দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিএনপি ভিশন দিয়েছে জানিয়ে দলটির চেয়ারপারসন বলেন, ‘ভিশন বাস্তবায়িত হলে বাংলাদেশের সমস্যা থাকবে না। দ্রুত উন্নতি করতে পারবে। দুর্নীতি দূর হবে।’

ইফতার মাহফিলে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, কবির মুরাদ, আমান উল্লাহ আমান, ড. সুকোমল বড়ুয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,  অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী