X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভালোয় ভালোয় সুষ্ঠু নির্বাচন দিন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৫:০৩আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:০৪

আলোচনায় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ফের নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন এদেশে আর হবে না। আপনারা ভালোয় ভালোয় সুষ্ঠু নির্বাচন দিন। না হলে অতীতে স্বৈরাচারদের যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে। আপনারা  নির্বাচন না দিলে এদেশের মানুষ নিজেদের ভোটের অধিকার আদায় করে নেবে।’
মঙ্গলবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই সরকার পাল্টানো ছাড়া আর কোনও বিকল্প পথ নেই। দেশের রাজনৈতিক সামাজিক পরিবেশসহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। তাই এই সরকারকে পাল্টানো ছাড়া কোনও কিছুই ঠিক হবে না।’

সরকারের বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে এর মধ্যে অনেক খাতকেই কোনও রকম গুরুত্বই দেওয়া হয়নি। শিক্ষা, স্বাস্থ্য খাত এদের মধ্যে উল্লেখযোগ্য।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার আগে বলতেন, গণতন্ত্রের আগে উন্নয়ন। কিন্তু এখন তারা আর এ কথাগুলো বলে না। কারণ তারা উপলব্ধি করতে পারছে যে আগে গণতন্ত্র, পরে উন্নয়ন। আর এই বাজেটে তারই প্রমাণ দেখা গেছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় এসময় চেয়ারপারসনের উপদেষ্টা ড. অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।



/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন- 

রূপগঞ্জের অস্ত্র-গোলাবারুদের মালিক কারা?
কানে না ‘শোনা’ এখন অতীত

সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা