X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ২১:৪৭আপডেট : ০৭ জুন ২০১৭, ২২:৩৯

ঢাবিতে ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’
বুধবার (৭ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ছয় দফা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, ‘সেই দিন আর ফিরে আসবে না। খালেদা জিয়া ২০০৮ সালের বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ওই বক্তব্যের পুনরাবৃত্তি করছেন। তারা (বিএনপি) পুরনো সুরে ডাকছে, পেছনের ডাক পেছনে। সামনে আর সেই দিন আসবে না মির্জা ফখরুল সাহেব।’

২০০১ সালে বিএনপি যা পেরেছে তা ২০১৮ সালে আর পারবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মনে করছে ২০০১ সালে যা হয়েছে আবার ২০১৮ সালে তা হবে। বিএনপি যদি এই মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তখন বিএনপি সাইকেল ফেডারেশন, দাবা ফেডারেশন পর‌্যন্ত বন্ধ করে দিয়েছিল। আর সেটা সম্ভব না।’

মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী না, তারা ছয় দফ দিবস পালন করে না, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের অন্যতম দিন ছিল ছয় দফা। আওয়ামী লীগ ছাড়া এ দিবস আর কেউ পালন করে না। এই ছয় দফা দিবসটি যারা পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না।’

আলোচনা সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম,  ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

পিএইচসি/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া