X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পুলিশ ও যুবলীগ দিয়ে বাড়ি দখল করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৫:৪১আপডেট : ০৮ জুন ২০১৭, ১৫:৪৫

গুলশানের ওই বাড়ির সামনে মওদুদ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পুলিশ ও যুবলীগের কর্মীদের দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি দখল করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার মওদুদ আহমদের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘মওদুদ আহমদকে সাংবিধানিকভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়নি। কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হলে ৩০ দিনের নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বিনা নোটিশে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা সরকারের বা রাজউকের এখতিয়ারেরর মধ্যে পরে না।’

নোটিশ না দিয়ে গুলশান-২ এর বাড়িতে উচ্ছেদ কার্যক্রম চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদালত এর শুনানি ২ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশানে -২ এর ৭৯ নম্বর সড়কে মওদুদ আহমদের দখলে থাকা বাড়িট নিয়ন্ত্রণে নেয়। এই বাড়ির সব আসবাবপত্র গুলশানেই মওদুদের অন্য একটি ফ্ল্যাটে স্থানান্তর করে দেয়।

আদালতের নির্দেশে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশানে -২ এর ৭৯ নম্বর সড়কে মওদুদ আহমদের দখলে থাকা বাড়িটির নিয়ন্ত্রণে নেয়। এই বাড়ির সব আসবাবপত্র গুলশানেই মওদুদের অন্য একটি ফ্ল্যাটে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এর আগে গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন।   

/এমটি/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- যে সিদ্ধান্ত হতে পারে 'মওদুদের বাড়িটি' নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট