X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দ্বন্দ্ব নিরসনের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ২২:৪৩আপডেট : ০৮ জুন ২০১৭, ২২:৪৩

আওয়ামী লীগ তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেব বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বৈঠকে জেলার তাড়াশের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল হক এবং স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনের তাগাদা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে সিরাজগঞ্জ সদর, সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলায় কমিটি গঠনের নির্দেশনা দেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত বছরের অক্টোবরে উপজেলা পরিষদ কার্যালয়ে আবদুল হকসহ দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামলার শিকার হন। হক ও তার সমর্থকরা এ ঘটনায় সংসদ সদস্য মিলন ও তার অনুসারীদের দায়ী করেন। মিলন বিষয়টি অস্বীকার করলেও তা মামলা পর্যন্ত গড়ায়। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগ ও এমপির বিরোধ আরও প্রকাশ্য হয়।

বৈঠকের বিষয়টি স্বীকার করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তৃণমূলের যেখানেই সমস্যা চিহ্নিত হচ্ছে তাদেরকে কোন্দল মেটানোর তাগাদা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কতগুলো কমিটি হয়নি তা নিয়ে আলোচনা হয়েছে। যেমন উল্লাপাড়ার আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে, এখনও কমিটি হয়নি। সিরাজগঞ্জ শহর ও সদর থানা কমিটি হয়নি- তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাড়াশের স্থানীয় এমপির সঙ্গে দলের সাংগঠনিক কিছু সমস্যা আছে সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি