X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুলতানা কামালের হুমকিদাতাদের গ্রেফতার দাবি

ঢাবি প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ২১:১৯আপডেট : ০৯ জুন ২০১৭, ২১:২৮

ছাত্র-জনতার প্রতিবাদ সমবেশ সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র-জনতা। অন্যদিকে চায়না পাটোয়ারীসহ ৫৭ ধারায় আটকদের মুক্তির দাবিও জানানো হয়। শুক্রবার (৯ জুন) শাহবাগে ‘ছাত্র-জনতা’র প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন নেতা-কর্মী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘দেশের সরকার প্রধান হয়ে প্রধানমন্ত্রী যখন দেশের মধ্যে মল্লযুদ্ধের আহ্বান জানান, সেই মুহূর্ত থেকেই তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার নৈতিক যোগ্যাতা হারান। বাংলাদেশকে তিনি আফগানিস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু যখনই আমরা এসব নিয়ে কথা বলব, তখনই আমাদের উপর নেমে আসবে ৫৭ ধারা নামক একটি বিষ ফোঁড়া।’

সুলতানা কামালের হুমকিদারাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং  চায়না পাটোয়ারীসহ ৫৭ ধারায় আটকদের মুক্তির দাবি জানান লিটন নন্দী।অন্যদিকে রাঙামাটি লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান লিটন নন্দী।

প্রতিবাদ সমাবেশে প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘বর্তমান সরকার একটি বিশেষ সাম্প্রদায়িক সংগঠনের প্রতি দুর্বলতা দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। হেফাজতের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে সরকার সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণ করেছে। কিন্তু নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা করার কারণে আমাদের অনুভূতিতে আঘাত লাগলেও সরকার কোনও ব্যবস্থা তখন নেয়নি।’

‘আমরাও এসব ভুলে যাইনি’, যোগ করেন প্রকৌশলী শম্পা বসু।

আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘সুলতানা কামালকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিয়ে হুমকিদাতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে ১৮ বছরেরও কম বয়সী চায়না পাটোয়ারীকে আজ জামিন না দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে।’

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘আমাদের যতোই অত্যাচার নিপীড়ন করা হোক না কেন, আমরা রাজপথে থাকব। আন্দোলন চলবে। মুক্তিযুদ্ধের চার নীতির অন্যতম একটি নীতি ছিল গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের মতামত। আর জনগণের মতামতকে উপেক্ষা করে কোনও সরকার ক্ষমতায় থাকতে পারেনি, পারবেও না। যারা সরকারকে পছন্দ করে তারাই শুধু দেশের জনগণ নয়, তা সরকারকে মনে রাখতে হবে।’

সরকারের উদ্দ্যেশ্যে বক্তারা আরও বলেন, ‘মাঝামাঝি অবস্থানে থাকার আর কোনও সুযোগ নেই। সরকারকে আজ স্পষ্ট করতে হবে সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে নাকি অসাম্প্রদায়িকতার পক্ষে থাকবে।’

সমাবেশ শেষে নাট্যদল তীরন্দাজ রেপাটরী একাটি নাটক পরিবেশন করে।

/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা