X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ইঙ্গিত দিলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ০৮:৪৪আপডেট : ১৯ জুন ২০১৭, ০৮:৪৪

খালেদা জিয়া (ফাইল ফটো) শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (১৮ জুন) জাতীয় পার্টি কাজী জাফর অংশের আয়োজনে এক ইফতার মাহফিলে তিনি এ আভাস দেন। তবে এখানে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন।

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের কোনও নীতি ও আর্দশ নেই। এরা শুধু লুটপাট করতে জানে। আমরা দেশের মানুষকে বলতে চাই, এই আওয়ামী লীগ থেকে সাবধান হোন। এ দেশটাকে বাঁচান। সকলে এক ও ঐক্যবদ্ধ হোন। প্রয়োজনে রাজপথে অবস্থান নিতে হবে নিজেদের। রাজপথে অবস্থান নেওয়ার সময় আসবে ঈদের পর।’

চট্টগ্রামে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরের ওপর আ.লীগের সশস্ত্র ক্যাডারদের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ‘আমি জানতে চাই, মহাসচিবের ওপর এই হামলা হলো, তারপরে কতজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের ধরে শাস্তি দিতে হবে। আমাদের লোকজন কিছু না করলেও সঙ্গে সঙ্গে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।’

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে খালেদা জিয়া আরও বলেন, ‘আমি বলতে চাই, ওদের ধরতে হবে, তাদের শাস্তি দিতে হবে, জেলে পুরতে হবে। আজকের এই হামলার ঘটনায় প্রমাণ হলো, দেশের সব সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অরাজকতা করেছে আওয়ামী লীগ।’

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় ক্ষমতাসীন দল যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এই দুর্যোগে বিএনপি বড় দল হিসেবে সেখানে মহাসচিবের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছে। তারা পরিস্থিতি দেখে সাহায্য করতে চেয়েছিলেন। ওখানে রাস্তাঘাট খারাপ ছিল, আমাদের লোকেরাই ঠিক করে দিয়েছে যেন নেতারা সেখানে যেতে পারেন। কিন্তু সেখানে যাওয়া মাত্রই বিএনপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, আপনারা সবাই তা জানেন ও দেখেছেন।’

খালেদা জিয়া কঠোরভাবে বলেন, ‘এখন থেকেই যে অবস্থা শুরু করেছে, তাতে আওয়ামী লীগের অধীনে কীভাবে নির্বাচন হবে? সেজন্য আমরা ঈদের পরপর সহায়ক সরকারের রূপরেখা দেবো এবং আপনারাও (শরিকরা) যারা আছেন, নিজেরা দেবেন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষ্য, ‘আওয়ামী লীগ থাকলে তার গুণ্ডাবাহিনী ও পেটুয়া বাহিনী থাকবে, যাকে সেখানে বসিয়েছে তারা থাকবে। নির্বাচন কমিশন একটা তাবেদার কমিশন, তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে জেতানোর চেষ্টা করবে।’

লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের ওপর জোর দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এর মাধ্যমেই আওয়ামী লীগের সমর্থন কতটা, তাদের পায়ের নিচে কতটুকু মাটি আছে তা বোঝা যাবে।’

ইফতারে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দারসহ জোটনেতারা।

/এসটিএস/জেএইচ/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান   
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান  
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা